জ্ঞান অন্বেষণ ও চিন্তার জগৎ উন্মোচনে’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার ভিত্তিক অনলাইন পোর্টাল পাঠাগার বার্তা’র ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ রাত ৯.০০ ঘটিকায় এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।
পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্রন্থাগারিক আবু সাঈদ রেজা। অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন- শুধু শ্রেণি পাশ করা বা চাকুরীর জন্য পড়াশোনা না করে জ্ঞানার্জনের জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে পাঠাগার।
কিন্তু বর্তমান ব্যস্ততম দিনে যেমনি পেশাজীবিরা পাচ্ছেন না পাঠাগারে যাওয়ার সময় ও সুযোগ, তেমনি পাঠ্যক্রমের বিরাট বুঝা নিয়ে শিক্ষার্থীরা পাচ্ছে না সিলেবলের বাইরের জ্ঞানার্জনের অবকাশ। তাই মানুষকে বই পড়তে ও পাঠাগার মুখী করতে সরকারকেই সময়োপযোগী পদক্ষেপ ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। সিনিয়র সাংবাদিক আল আজাদ বলেন- পাঠাগার বার্তা দেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনের অনন্য সংযোজন। পাঠাগার বার্তা’র মাধ্যমে বিগত এক বছর আমরা সারা দেশের গ্রামে-গঞ্জে প্রতিষ্ঠিত পাঠাগারের কার্যক্রমের যে সচিত্র বর্ণনা পেয়েছি, তা এই নিউজ পোর্টাল না হলে এসকল তথ্য চিত্র পাওয়া সম্ভব হতো না।
কারন বাংলাদেশে বই পড়া ও পাঠাগার বিষয়ক কোন গণমাধ্যম নেই। কাজেই বই পড়া ও পাঠাগার আন্দোলনে যুক্ত থাকা এবং যারা যুক্ত নন সবাইকে পাঠাগার বার্তা’র পাশে দাঁড়ানো কর্তব্য। আবু সাঈদ রেজা বলেন- পাঠাগার বার্তা’র মাধ্যমে আমরা দেশের বিভিন্ন পাঠাগারের তথ্য সহজেই পেয়ে থাকি, যা আমাদের কাজের ক্ষেত্রেও অনেক সহযোগিতা হয়। পাঠাগার আন্দোলনকে অগ্রসর করতে পাঠাগার বার্তা’র সম্প্রসারণ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পাঠাগার বার্তা’র স্টাফ রিপোর্টার প্রভাষক এবাদুল সরদার রাহাত, স্টাফ রিপোর্টার দীপঙ্কর বৈরাগী, আইসিটি ইনচার্জ প্রভাষক লিপটন দাশ, গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, দিরাই উপজেলা প্রতিনিধি দূর্জয় তালুকদার, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি মাছুম রেজা, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি রামকৃষ্ণ তালুকদার, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রাজ শেখর বৈদ্য রাজু, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি তুলসী দেবী, পাঠাগার প্রতিনিধি পলাশ রায়, কৃষ্ণ রায় প্রমুখ।