নতুন বছর ২০২৩ সালের শুরুতে (৬ জানুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর আসন্ন এ আসরকে ঘিরে ইতিমধ্যে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে ফেলেছে দেশি, বিদেশি সব ক্রিকেটারদের নিয়ে। অবশ্য বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা এবারের বিপিএল থেকে হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্মার খুঁজে পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে কথা বলার এক পর্যায়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি, এটাকে যথেষ্ট গুরুত্ব দেই। কারণ ঘরোয়াতে বিপিএল ছাড়া টি-টোয়েন্টি..এবার প্রথম শ্রেণিতে হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হলে এটা অনেক প্লাস পয়েন্ট । সে হিসেবে আমি মনে করি খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ বিশ্বকাপের দলের জন্য।’
নান্নু আরো বলেন, ‘তারপরও আমি বলবো, যারা সুযোগ পাবে..তাদের নিজেদের। অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেটার যুক্ত থাকে, তাদের জন্য এটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি আশা করি এই বিপিএল থেকে হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্মার খুঁজে পাবো।’
এছাড়া বিপিএলে কিছু পরিকল্পনাও রয়েছে বলছেন নান্নু। এই নির্বাচক বলছিলেন, ‘কিছু কিছু পরিকল্পনা থাকে, আগাম বলাটা মুশকিল হয়ে যায়। এটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপর বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এটা নিয়ে কাজ করা শুরু হবে। এই বিপিএল খুব খুব গুরুত্বপূর্ণ, কিছু প্লেয়ার থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বের করা। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে, ওখানের ক্রিকেটাররা কেমন করছে এটাও দেখার বিষয়। এদের নিয়ে ওই জায়গাগুলোতে কাজ করা।’