পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড ও দেশ গার্মেন্টস লিমিটেডর বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।
এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে, কমিশন বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার যৌক্তিকতা যাচাই-বাছাই করে বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে কোম্পানি দুটিকে।
সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর তথ্য মতে, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কুইন সাউথ টেক্সটাইলের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। বিএসইসি সেই ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে।
বোনাস লভ্যাংশের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। ওই বোনাস লভ্যাংশ বিতরণের জন্য আগামী ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।
অপর কোম্পানি দেশ গার্মেন্টসের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এরপর বোনাস লভ্যাংশের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করেছে।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণের জন্য আগামী ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে দেশ গার্মেন্টসের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।