বিদায়ী সপ্তাহে দাম বাড়ার শীর্ষে রয়েছে রয়েল টিউলীপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে সি পার্লের শেয়ারের দাম বেড়েছে ১২ দশমিক ৩১ শতাংশ।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকার লিমিটেড। শেয়ারটির দাম বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর সপ্তাহে দাম বাড়ার শীর্ষের দিক থেকে তৃতীয় স্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এরপরের যথাক্রমে দাম বাড়ার শীর্ষে ছিল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আজিজ পাইপস,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ এবং বাটা সু কোম্পানি লিমিটেড।
আলোচিত সপ্তাহে লেনদেন হয়েছে মোট ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৩১ দশমিক ৫৪ শতাংশ লেনদেন কমেছে।