বাংলাদেশ ব্যাংক শিল্প আমদানিকারকদের জন্য নতুন সুবিধা দিয়েছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আমদানিকারকের ওপর কোনো এক্সপোজার বা ক্রেডিট লাইন ছাড়াই ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুযায়ী ডকুমেন্টারি কালেকশন সেবা দিতে পারবে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, প্রচলিত নীতি অনুযায়ী শিল্প আমদানিকারকরা কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি ও ফায়ার ডোর ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আমদানি করতে পারবেন। তবে বাণিজ্যিক আমদানি নির্ধারিত মূল্যসীমার মধ্যে রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনকে সহজ ও ঝুঁকিমুক্ত রাখার পাশাপাশি শিল্প খাতে তারল্য ও গতি বাড়াতে সহায়ক হবে।
জ্যেষ্ঠ প্রতিবেদক 























