ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতকাল (রোববার) তারা চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ফরম্যাটটিতে ১২তম বারের দেখায়ও শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের ভারত। ফাতিমা সানার দলকে তারা ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচ শেষে শাস্তিও জুটেছে পাকিস্তানি ব্যাটার সিদরা আমিনের কপালে।

আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে তাকে তিরস্কৃত করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে সিদরা আমিন নিজের অপরাধ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। পাকিস্তানের বড় হারের ম্যাচে অবশ্য সর্বোচ্চ রান এসেছে সিদরার কাছ থেকে। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ৮১ রান করেন।

আইসিসি আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিদরা। যেখানে বলা অপরাধ হিসেব উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটের যেকোনো সরঞ্জাম, পোশাক, মাঠের প্রয়োজনীয় উপকরণ, ফিক্সার্স অথবা ফিটিংয়ের ক্ষতি সাধন। মূলত আউট হয়ে ফেরার পথে সিদরা আমিন রাগে পিচে আঘাত করে বসেন।

সাধারণত লেভেল-১ পর্যায়ের অপরাধ করলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সিদরা আমিন সেটি লঙ্ঘন করেননি। সে কারণে তিরস্কৃত করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। গতকাল টানা দ্বিতীয় হার দেখল ভারতের বিপক্ষে। যেখানে আগে ব্যাট করা ভারত হার্লিন দেওলের ৪৬, রিচা ঘোষের ৩৫ রানে ভর করে ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় সিদরা আমিন ৮১ এবং নাতালিয়া পারভেজের ৩৩ রান ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৫৯ রানে অলআউট হয়ে ৮৮ রানের ব্যবধানে হারে পাকিস্তান।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

আপডেট সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতকাল (রোববার) তারা চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ফরম্যাটটিতে ১২তম বারের দেখায়ও শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের ভারত। ফাতিমা সানার দলকে তারা ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচ শেষে শাস্তিও জুটেছে পাকিস্তানি ব্যাটার সিদরা আমিনের কপালে।

আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে তাকে তিরস্কৃত করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে সিদরা আমিন নিজের অপরাধ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। পাকিস্তানের বড় হারের ম্যাচে অবশ্য সর্বোচ্চ রান এসেছে সিদরার কাছ থেকে। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ৮১ রান করেন।

আইসিসি আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিদরা। যেখানে বলা অপরাধ হিসেব উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটের যেকোনো সরঞ্জাম, পোশাক, মাঠের প্রয়োজনীয় উপকরণ, ফিক্সার্স অথবা ফিটিংয়ের ক্ষতি সাধন। মূলত আউট হয়ে ফেরার পথে সিদরা আমিন রাগে পিচে আঘাত করে বসেন।

সাধারণত লেভেল-১ পর্যায়ের অপরাধ করলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সিদরা আমিন সেটি লঙ্ঘন করেননি। সে কারণে তিরস্কৃত করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। গতকাল টানা দ্বিতীয় হার দেখল ভারতের বিপক্ষে। যেখানে আগে ব্যাট করা ভারত হার্লিন দেওলের ৪৬, রিচা ঘোষের ৩৫ রানে ভর করে ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় সিদরা আমিন ৮১ এবং নাতালিয়া পারভেজের ৩৩ রান ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৫৯ রানে অলআউট হয়ে ৮৮ রানের ব্যবধানে হারে পাকিস্তান।