কাতার বিশ্বকাপ আসরের পর্দা নেমেছে দুইদিন আগেই। তবে শেষ হয়েও যেন হচ্ছেনা শেষ, সবখানেই চলছে লিওনেল মেসির আর্জেন্টিনা বন্দনা। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপার মুকুট পুনরুদ্ধার করেছে প্রয়াত কিংবদন্তি ডিয়াগো মারাডোনার উত্তরসূরীরা। এদিকে আর্জেন্টিনার এমন জয়ে দারুণ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২-এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে কথা বলার এক পর্যায়ে বিসিবি বস লিওনেল মেসিকে সর্বকালের সেরার খেতাবও দিয়ে দিলেন।
যেমনটা বলছিলেন পাপন, ‘মেসি হচ্ছে অল-টাইম গ্রেট। ওর এটাই হচ্ছে শেষ বিশ্বকাপ। একটা জিনিসই মিসিং ছিল, যতগুলো রেকর্ড করছে কেউ ভাঙতে পারবে না। সেজন্য সে বিশ্বকাপ পেয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ সে আমার প্রিয় খেলোয়াড়।’
পাপন যোগ করেন, ‘মস্কোতে হওয়া ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল আমি মাঠে বসে দেখেছিলাম। সেই ফাইনালের চেয়েও এবারের ফাইনাল অনেক বেশি জমজমাট ছিল। এর আরেকটি অন্যতম কারণ আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ও মেসির মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের হাতে বিশ্বকাপের ছোঁয়া।’
আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখতে না পারার আক্ষেপ অবশ্য ঝরেছে পাপনের কন্ঠে। বলছেন, ‘ফাইনাল ম্যাচ দেখতে আমার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততা ও বাংলাদেশ ভারতের চলমান সিরিজের জন্য যাওয়া হয়নি। তবে এখন অনেক আফসোস হচ্ছে কেন মাঠে গেলাম না। তাহলে সামনাসামনি বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচটা দেখতে পারতাম।’