ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসনের নেতৃত্বেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। এবার উইলিয়ামসন নিজেই ছাড়লেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব মাঠ এবং মাঠের বাইরে আমার ওয়ার্কলোড অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটাই (অধিনায়কত্ব) ছাড়ার সঠিক সময়। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে মনে হলো, আগামী দুই বছরে দুই বিশ্বকাপে সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়াই ভালো।’

টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের। আমার কাছে টেস্ট হচ্ছে ক্রিকেটের চূড়া এবং এই সংস্করণে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি।’

উইলিয়ামসনের পরিবর্তে টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। সীমিত ওভারের ক্রিকেটে সাউদির অভিজ্ঞতা থাকলেও টেস্টে এই প্রথম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাউদি। অধিনায়ক হিসেবে ২২ টি-টোয়েন্টিতে ৭.৭৪ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়ানডেতে ১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ ওভারে ৫৫ রান দিয়েছিলেন উইকেটশূন্য।

২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে খেলেছেন ৪০ টেস্ট, ৮৪ ওয়ানডে এবং ৬৯ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ ম্যাচে ৪৬.৯২ গড়ে করেছেন ৯০১০ রান, করেছেন ১৮ সেঞ্চুরি। টেস্টে ১১ সেঞ্চুরিতে ৫৭.৪৩ গড়ে করেছেন ৩৩৩১ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

আপডেট সময় ০২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

কেন উইলিয়ামসনের নেতৃত্বেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। এবার উইলিয়ামসন নিজেই ছাড়লেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব মাঠ এবং মাঠের বাইরে আমার ওয়ার্কলোড অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটাই (অধিনায়কত্ব) ছাড়ার সঠিক সময়। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে মনে হলো, আগামী দুই বছরে দুই বিশ্বকাপে সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়াই ভালো।’

টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের। আমার কাছে টেস্ট হচ্ছে ক্রিকেটের চূড়া এবং এই সংস্করণে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি।’

উইলিয়ামসনের পরিবর্তে টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। সীমিত ওভারের ক্রিকেটে সাউদির অভিজ্ঞতা থাকলেও টেস্টে এই প্রথম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাউদি। অধিনায়ক হিসেবে ২২ টি-টোয়েন্টিতে ৭.৭৪ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়ানডেতে ১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ ওভারে ৫৫ রান দিয়েছিলেন উইকেটশূন্য।

২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে খেলেছেন ৪০ টেস্ট, ৮৪ ওয়ানডে এবং ৬৯ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ ম্যাচে ৪৬.৯২ গড়ে করেছেন ৯০১০ রান, করেছেন ১৮ সেঞ্চুরি। টেস্টে ১১ সেঞ্চুরিতে ৫৭.৪৩ গড়ে করেছেন ৩৩৩১ রান।