ইংল্যান্ড-ফ্রান্সের ম্যাচটা তখনো শুরু হয়নি। তখনই হঠাৎ আল বায়াত স্টেডিয়ামে নেমে এলো নিরব-নিস্তব্ধতা। আমেরিকার সাংবাদিক গ্রান্ট ওয়াহলের ছবি ডিসপ্লেতে। সংবাদের খোঁজে স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে, এই ভেন্যু থেকে ওই ভেন্যুতে ঘুরে বেড়াতেন যিনি, সেই গ্র্যান্ট যে এখন স্রেফ ছবি!
গতকাল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ কাভারের সময় অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর পৃথিবী ত্যাগ করেন। মূল মিডিয়া সেন্টারে আমেরিকান ও তার সতীর্থ সাংবাদিকদের মাধ্যমে জানা যায়, তিনি কিছুদিন যাবত অসুস্থ বোধ করছিলেন।
শেষ কয়েকদিন অনেক পরিশ্রম করেছিলেন তিনি। অসুস্থতা বোধ করায় মেইন মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন। তাঁর সতীর্থদের ধারণা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। আমেরিকার ফুটবল ফেডারেশনও হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করেছে।
সেই গ্র্যান্টকে স্মরণ করেছিল ফিফা আজ দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচের আগে। তার ছবি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তুলে ধরে ফিরিয়ে আনা হয় তার স্মৃতি।
গ্র্যান্ট ফুটবল বিশ্বে খুবই পরিচিত সাংবাদিক। ১৯৯৪ সাল থেকে তিনি বিশ্বকাপ ফুটবল কাভার করছেন। ২৯ নভেম্বর তিনি এআইপিএসের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ৮ বিশ্বকাপ কাভার ক