উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এক বছরের ব্যবধানে ভারতের মুঠোফোন রপ্তানিও বেড়ে আড়াই গুণের বেশি হয়েছে। ইতিমধ্যে ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে মুঠোফোন রপ্তানি। এক বছর আগে এটি ছিল ২২০ কোটি মার্কিন ডলার।
বিনা শুল্কে চাল আমদানির মেয়াদ তিন মাস বাড়ল
ভারতের মুঠোফোন উৎপাদনে এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে শীর্ষ দুই কোম্পানি স্যামসাং ও অ্যাপল। ভারতে উৎপাদিত ফোনের অর্ধেকই এই দুটি কোম্পানির।
ভারতের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ‘২০২১ সালের শুরুতে আমরা ভারতের ইলেকট্রনিক শিল্প খাত নিয়ে বসেছিলাম। সেখানে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের একটি রোডম্যাপ তৈরি করা হয়। এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল উল্লেখযোগ্য হারে ভারতের মুঠোফোন রপ্তানি সম্প্রসারণ করা।’