ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

রেজিন আইডেন্টিফিকেশন কোড কী?

নির্দিষ্ট সময় পার হলে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্রে পানি বা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনো প্লাস্টিকের বোতল বা পাত্র কত দিন ব্যবহার করা যেতে পারে তা ওই পালস্টিকের পাত্রের গায়ে লেখা থাকে। একটু খেয়াল করে দেখবেন, বোতল বা প্লাস্টিকের পাত্রের নিচে বা পাশে ত্রিভুজাকৃতির তীর চিহ্ন দিয়ে লেখা থাকে। ১ থেকে ৭-এর মধ্যে থাকে এই নম্বর।

এই কোড বা নম্বরকে রেজিন আইডেন্টিফিকেশন কোড বলা হয়।

১. প্লাস্টিকের পাত্রের গায়ে ‘১’-এর অর্থ হলো, পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট ধরনের পলিথিন দিয়ে তৈরি।   এই প্লাস্টিকের পাত্রগুলো মাত্র একবারই ব্যবহারযোগ্য।

২. প্লাস্টিকের পাত্রে ‘২’ লেখার অর্থ, ঘন, অস্বচ্ছ পলিথিন বা এইচডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এ ধরনের পলিথিন দিয়ে শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল তৈরি করা হয়।

৩. প্লাস্টিকের পাত্রের গায়ে ‘৩’ লেখা থাকা মানে বোঝায়, এ ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে বানানো। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই ধরনের পলিথিন দিয়ে তৈরি করা হয়।

৪. ‘৪’ লেখা থাকলে এ ধরনের পাত্র এলডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় বা খাবার রাখা যেতে পারে। এগুলো এক সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভালো।

৫. প্লাস্টিকের গায়ে ‘৫’ লেখা থাকলে এর অর্থ হলো, এই ধরনের পাত্র ব্যবহার করা  নিরাপদ। পানির বোতল, সসের বোতল বা  সিরাপের বোতল এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়।

৬. পাত্রের নিচে বা সেটির গায়ে ‘৬’ লেখা থাকলে তার অর্থ হলো, এই ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি। এ ধরনের পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা স্বাস্থ্যকর বা নিরাপদ নয়।

৭. পাত্রের গায়ে ‘৭’ লেখা থাকলে বুঝবেন,  এ ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খাবার বা পানীয় এ ধরনের প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই উচিত নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

রেজিন আইডেন্টিফিকেশন কোড কী?

আপডেট সময় ১১:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নির্দিষ্ট সময় পার হলে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্রে পানি বা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনো প্লাস্টিকের বোতল বা পাত্র কত দিন ব্যবহার করা যেতে পারে তা ওই পালস্টিকের পাত্রের গায়ে লেখা থাকে। একটু খেয়াল করে দেখবেন, বোতল বা প্লাস্টিকের পাত্রের নিচে বা পাশে ত্রিভুজাকৃতির তীর চিহ্ন দিয়ে লেখা থাকে। ১ থেকে ৭-এর মধ্যে থাকে এই নম্বর।

এই কোড বা নম্বরকে রেজিন আইডেন্টিফিকেশন কোড বলা হয়।

১. প্লাস্টিকের পাত্রের গায়ে ‘১’-এর অর্থ হলো, পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট ধরনের পলিথিন দিয়ে তৈরি।   এই প্লাস্টিকের পাত্রগুলো মাত্র একবারই ব্যবহারযোগ্য।

২. প্লাস্টিকের পাত্রে ‘২’ লেখার অর্থ, ঘন, অস্বচ্ছ পলিথিন বা এইচডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এ ধরনের পলিথিন দিয়ে শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল তৈরি করা হয়।

৩. প্লাস্টিকের পাত্রের গায়ে ‘৩’ লেখা থাকা মানে বোঝায়, এ ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে বানানো। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই ধরনের পলিথিন দিয়ে তৈরি করা হয়।

৪. ‘৪’ লেখা থাকলে এ ধরনের পাত্র এলডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় বা খাবার রাখা যেতে পারে। এগুলো এক সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভালো।

৫. প্লাস্টিকের গায়ে ‘৫’ লেখা থাকলে এর অর্থ হলো, এই ধরনের পাত্র ব্যবহার করা  নিরাপদ। পানির বোতল, সসের বোতল বা  সিরাপের বোতল এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়।

৬. পাত্রের নিচে বা সেটির গায়ে ‘৬’ লেখা থাকলে তার অর্থ হলো, এই ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি। এ ধরনের পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা স্বাস্থ্যকর বা নিরাপদ নয়।

৭. পাত্রের গায়ে ‘৭’ লেখা থাকলে বুঝবেন,  এ ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খাবার বা পানীয় এ ধরনের প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই উচিত নয়।