টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। এক সময় বাংলাদেশ পরিণত হলো ৬৯ রানে ৬ উইকেটে। সেখান থেকেই ৫০ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৭১ রান!
মাহমুদউল্লাহ খেলেছেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। সপ্তম উইকেটে তিনি অংশ ছিলেন ১৪৮ রানের জুটির। তবে আবারও শিরোনামে একটিই নাম—মেহেদী হাসান মিরাজ। চাপের মুখে মিরাজ খেললেন দুর্দান্ত এক ইনিংস, পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। পরিস্থিতি বিবেচনায় যেটি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা এক ইনিংস। ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।
আট বা এর নিচে নেমে এর আগে ওয়ানডেতে সেঞ্চুরি পাননি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। এর আগের সর্বোচ্চ ইনিংসটিও ছিল মিরাজের, অপরাজিত ৮১ রানের। আজ সেটিকে নিজেই ছাপিয়ে গেলেন তিনি। শেষ ৫ ওভারে আজ বাংলাদেশ তুলেছে ৬৮ রান
মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশ ২৭১/৭
৮৫ রান নিয়ে শেষ ওভার শুরু করেছিলেন মিরাজ। শার্দুল ঠাকুরের প্রথম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারলেন ছক্কা। নাকল বল ছিল, তবে টাইমিং করতে সমস্যা হয়নি কোনো। পরের বলটি ছিল ডট। এরপরের বলে মিরাজ যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন আরেকবার, বল পাঠালানের মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে। পরের বলে মিড অফের ওপর দিয়ে তুলে মেরেছিলেন, বাউন্ডারি না হলেও পেয়েছেন ডাবলস। শেষ বলে ৯৯ রানে দাঁড়িয়ে ছিলেন মিরাজ, শেষ বলে সিঙ্গেল নিলেন, এরপর মুষ্ঠিবদ্ধ হাতে উদ্যাপন করলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলেই। উল্লাসে ফেটে পড়ল মিরপুরের গ্যালারি।