রোববার দুপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে। এরপর ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে প্রথম এবং দ্বিতীয় টেস্ট। আর এই দুই ফরম্যাটের সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
তালিকায় আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে থাকছেন সবকটি ম্যাচেই। এছাড়া অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাইকেল গফ ও ক্রিস ব্রাউন। এছাড়া বাংলাদেশ থেকে শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুলরা রয়েছেন ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে।
বাংলাদেশ-ভারত সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা-
১ম ওয়ানডে-
ম্যাচ রেফারি-রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- মাইকেল গফ, তানভীর আহমেদ
টিভি আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৪র্থ আম্পায়ার- গাজী সোহেল।
২য় ওয়ানডে-
ম্যাচ রেফারি-রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- মাইকেল গফ, মাসুদুর রহমান মুকুল
টিভি আম্পায়ার- গাজী সোহেল
৪র্থ আম্পায়ার- তানভীর আহমেদ।
৩য় ওয়ানডে-
ম্যাচ রেফারি-রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- মাইকেল গফ, গাজী সোহেল
টিভি আম্পায়ার- মাসুদুর রহমান মুকুল
৪র্থ আম্পায়ার- তানভীর আহমেদ।
১ম টেস্ট-
ম্যাচ রেফারি-রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- মাইকেল গফ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
টিভি আম্পায়ার- ক্রিস ব্রাউন
৪র্থ আম্পায়ার- গাজী সোহেল
২য় টেস্ট-
ম্যাচ রেফারি-রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- ক্রিস ব্রাউন, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
টিভি আম্পায়ার- মাইকেল গফ
৪র্থ আম্পায়ার- মাসুদুর রহমান মুকুল।