কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ গতকাল শুক্রবার শেষ হয়েছে। এ ম্যাচটিতে ভারতের দাপট থাকলেও শেষ পর্যন্ত জাকির হাসানের (৪০২ বলে ১৭৩ রান) ব্যাটিং নৈপুণ্যে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ শেষ হওয়ার দিন শুক্রবারই দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে এই ম্যাচ।
প্রথম ম্যাচের স্কোয়াড থেকে দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন এনেছে বিসিবি। নতুন করে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, মুশফিক হাসান ও আশিকুজ্জামান।
‘এ’ দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তৌহিদ হৃদয়। যদিও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে কেবল আছেন শান্ত।
‘এ’ দলের স্কোয়াড-
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক (উইকেটরক্ষক), নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, সুমন খান, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, মুশফিক হাসান, আশিকুজ্জামান ও জাকির হাসান।