ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ’র গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি পাঁচবিবি বহুমূখী সমবায় সমিতির নির্বাচনে সাংবাদিক সজল কুমার দাসের মনোনয়ন পত্র উত্তোলন অর্থের লোভ দেখিয়ে ‘গণঅভ্যুত্থানের’ ব্যর্থ চেষ্টা, নেপথ্যে কারা? দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ

অবৈধ করাতকলের থাবায় নিধন বনাঞ্চল, নির্বিকার বনবিভাগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধ ভাবেই চলছে প্রায় শতাধিক করাতকল। সরকারি কোন অনুমোদন ছাড়াই বছরের পর বছর এভাবে চলে আসলেও নির্বিকার বনবিভাগ। ফলে করাতকলের থাবায় নিধন হচ্ছে বনজ, ফলজ, ওষুধি সহ নানা প্রজাতির গাছ এবং ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য,আর বিলুপ্ত প্রায় পশু পাখির অভয়ারণ্য বাসস্থান।

১লা ডিসেম্বর (বৃহঃবার) সরেজমিনে তদন্তে জানাযায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনাঞ্চলের আশপাশে অবৈধভাবে এসব করাতকল স্থাপন করা হলেও তা উচ্ছেদ করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত মাসোয়ারা আদায় করছেন সমিল মালিকদের কাছ থেকে।

সংরক্ষিত বনের ভিতর বা আশেপাশে করাতকল স্থাপনের নিয়ম না থাকা সত্যেও উপজেলার হবিরবাড়ী বিড, কাদিগড় বিড, আখালিয়া বিড, উথুরা বিড, ও হাজির বাজার বিডে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাতকল। করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো করাত-কল স্থাপন বা পরিচালনা করতে পারবেন না।

পরিবেশ বিশেষজ্ঞরা বনের মধ্যে এই করাতকল স্থাপনের ব্যাপারে আপত্তি তুলেছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মিল মালিকরা সরকারি কোন নিয়ম মানছেন না। অনেকেই বছরের পর বছর অনুমোদন ছাড়াই চালাচ্ছেন অবৈধ স’মিল। তার মধ্যে ভালুকা পৌরসভায় ২৭ টির মধ্যে অনুমোদন আছে ১২ টি বাকি গুলি চালাচ্ছে অবৈধভাবে প্রশাসনকে মাসোহারা দিয়ে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার হবিড়বাড়ি রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের এক কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করেন সাইফুল ইসলাম, সোহাগ মিয়া, মাস্টার বাড়ীতে রহিম মিয়া, বাটাজোর বাজারের পাশেই সেলিম তালুকদার, ফারুক,পাপন, জাহাঙ্গীর শাহজাহান সহ আরো অনেকেই। এসব কলে প্রতিদিন চিরাই হচ্ছে বনাঞ্চলের অসংখ্য চোরাই কাঠ। এগুলো সহ সর্বমোট ৭৮টির অধিক অবৈধ সমিল রয়েছে।

এদিকে উথুরা রেঞ্জের নাকের ডগায় দিন রাত দেদারসে বনজ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ চেড়াই করছেন নূর ইসলাম। তাছাড়াও ডাকাতিয়া আড়াইপাড়া আব্দুল হাই নামে এক নেতা দুটি অবৈধ কলের মালিক সে একা নিজেই। এছাড়াও মল্লিকবাড়ি বাজারের সাথেই শামসুল হক কারি, মাইন উদ্দিন, নজরুল ইসলাম, শাহবুদ্দিন, জাকির হোসেনসহ এ রেঞ্জের অধীনে আরো অনেক করাতকল রয়েছে। যেগুলো বন বিভাগের চোখে পড়ে না। এসব স’মিল গুলোর একটিরও বন পরিবেশের বৈধ কাগজপত্র (লাইসেন্স) নেই।

সবই স্থানীয় বিটে মাসোহারা দিয়ে বছরের পর বছর ধরে অবৈধভাবে চালিয়ে আসছে মিল মালিকরা। অবৈধ করাতকলের জন্য বনাঞ্চলের কোন গাছপালা রক্ষা করা যাচ্ছে না। তাই জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। করাতকল বিধিমালা, ২০১২-এ বলা আছে, জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে এমন স্থান থেকে কমপক্ষে ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। তবে এই নিদের্শনা কেউ মানছে না। যত্রতত্র বসানো হয়েছে করাতকল।

দিনে রাতে প্রকাশ্যে চেড়াই করা হচ্ছে গজারি,সেগুনসহ বিভিন্ন ফলজ প্রজাতির গাছ।এ যেন বনাঞ্চল ধ্বংসের হিড়িক পড়ে গেছে ‌‌। এ ব্যাপারে জানতে চাইলে উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, তাঁরা উচ্ছেদ অভিযানের জন্য ইউএনও,থানাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। জনবল সংকট থাকায় বনাঞ্চল ও বনভূমি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যথেষ্ট আর্মস না থাকার কারনটাও ইস্যু করেন তিনি। কবে কখন এই উচ্ছেদ অভিযান পরিচালনা হবে,আদৌ হবে কি না এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই।

বছরের পর বছর ধরে এসব চলতে থাকলে ও কোন মাথা ব্যাথা নেই বন কর্মকর্তাদের। শুধুমাত্র লোক দেখানো দু-একটা অভিযান চালিয়ে ফরমালিটি রক্ষা করা তাছাড়া আর কিছু না।দ্রুত এসব অবৈধ স’মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে অচিরেই ভালুকার বনাঞ্চল ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ’র গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান

অবৈধ করাতকলের থাবায় নিধন বনাঞ্চল, নির্বিকার বনবিভাগ

আপডেট সময় ০২:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধ ভাবেই চলছে প্রায় শতাধিক করাতকল। সরকারি কোন অনুমোদন ছাড়াই বছরের পর বছর এভাবে চলে আসলেও নির্বিকার বনবিভাগ। ফলে করাতকলের থাবায় নিধন হচ্ছে বনজ, ফলজ, ওষুধি সহ নানা প্রজাতির গাছ এবং ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য,আর বিলুপ্ত প্রায় পশু পাখির অভয়ারণ্য বাসস্থান।

১লা ডিসেম্বর (বৃহঃবার) সরেজমিনে তদন্তে জানাযায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনাঞ্চলের আশপাশে অবৈধভাবে এসব করাতকল স্থাপন করা হলেও তা উচ্ছেদ করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত মাসোয়ারা আদায় করছেন সমিল মালিকদের কাছ থেকে।

সংরক্ষিত বনের ভিতর বা আশেপাশে করাতকল স্থাপনের নিয়ম না থাকা সত্যেও উপজেলার হবিরবাড়ী বিড, কাদিগড় বিড, আখালিয়া বিড, উথুরা বিড, ও হাজির বাজার বিডে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাতকল। করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো করাত-কল স্থাপন বা পরিচালনা করতে পারবেন না।

পরিবেশ বিশেষজ্ঞরা বনের মধ্যে এই করাতকল স্থাপনের ব্যাপারে আপত্তি তুলেছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মিল মালিকরা সরকারি কোন নিয়ম মানছেন না। অনেকেই বছরের পর বছর অনুমোদন ছাড়াই চালাচ্ছেন অবৈধ স’মিল। তার মধ্যে ভালুকা পৌরসভায় ২৭ টির মধ্যে অনুমোদন আছে ১২ টি বাকি গুলি চালাচ্ছে অবৈধভাবে প্রশাসনকে মাসোহারা দিয়ে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার হবিড়বাড়ি রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের এক কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করেন সাইফুল ইসলাম, সোহাগ মিয়া, মাস্টার বাড়ীতে রহিম মিয়া, বাটাজোর বাজারের পাশেই সেলিম তালুকদার, ফারুক,পাপন, জাহাঙ্গীর শাহজাহান সহ আরো অনেকেই। এসব কলে প্রতিদিন চিরাই হচ্ছে বনাঞ্চলের অসংখ্য চোরাই কাঠ। এগুলো সহ সর্বমোট ৭৮টির অধিক অবৈধ সমিল রয়েছে।

এদিকে উথুরা রেঞ্জের নাকের ডগায় দিন রাত দেদারসে বনজ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ চেড়াই করছেন নূর ইসলাম। তাছাড়াও ডাকাতিয়া আড়াইপাড়া আব্দুল হাই নামে এক নেতা দুটি অবৈধ কলের মালিক সে একা নিজেই। এছাড়াও মল্লিকবাড়ি বাজারের সাথেই শামসুল হক কারি, মাইন উদ্দিন, নজরুল ইসলাম, শাহবুদ্দিন, জাকির হোসেনসহ এ রেঞ্জের অধীনে আরো অনেক করাতকল রয়েছে। যেগুলো বন বিভাগের চোখে পড়ে না। এসব স’মিল গুলোর একটিরও বন পরিবেশের বৈধ কাগজপত্র (লাইসেন্স) নেই।

সবই স্থানীয় বিটে মাসোহারা দিয়ে বছরের পর বছর ধরে অবৈধভাবে চালিয়ে আসছে মিল মালিকরা। অবৈধ করাতকলের জন্য বনাঞ্চলের কোন গাছপালা রক্ষা করা যাচ্ছে না। তাই জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। করাতকল বিধিমালা, ২০১২-এ বলা আছে, জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে এমন স্থান থেকে কমপক্ষে ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। তবে এই নিদের্শনা কেউ মানছে না। যত্রতত্র বসানো হয়েছে করাতকল।

দিনে রাতে প্রকাশ্যে চেড়াই করা হচ্ছে গজারি,সেগুনসহ বিভিন্ন ফলজ প্রজাতির গাছ।এ যেন বনাঞ্চল ধ্বংসের হিড়িক পড়ে গেছে ‌‌। এ ব্যাপারে জানতে চাইলে উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, তাঁরা উচ্ছেদ অভিযানের জন্য ইউএনও,থানাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। জনবল সংকট থাকায় বনাঞ্চল ও বনভূমি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যথেষ্ট আর্মস না থাকার কারনটাও ইস্যু করেন তিনি। কবে কখন এই উচ্ছেদ অভিযান পরিচালনা হবে,আদৌ হবে কি না এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই।

বছরের পর বছর ধরে এসব চলতে থাকলে ও কোন মাথা ব্যাথা নেই বন কর্মকর্তাদের। শুধুমাত্র লোক দেখানো দু-একটা অভিযান চালিয়ে ফরমালিটি রক্ষা করা তাছাড়া আর কিছু না।দ্রুত এসব অবৈধ স’মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে অচিরেই ভালুকার বনাঞ্চল ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।