ঘোষণাকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুল হাসানকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মোস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর জাবেদ আহমেদ ভূঁইয়া। কমিটিতে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৯৩ জন সদস্যকে বিভিন্ন পদবীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে কেন্দ্র ঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে বৈষম্যের শিকার হয়েছেন এমন দাবি করা কয়েকজন কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গতকাল রাতেই বিক্ষোভ করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা বলেন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। আন্দোলনের সময় যারা সক্রিয়ভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল তারা অনেকেই কমিটিতে নেই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। তারা নিজেদের মতো করে একটি কমিটিও প্রকাশ করেন। এসব বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান জানান, কেন্দ্র থেকে ঘোষিত কমিটিই মূল কমিটি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই বাছাই করে এই কমিটি ঘোষণা করেছেন। যারা এই কমিটি মানছে না তারা কমিটিতে কেন নেই তার উত্তর আমাদের কাছে আছে।
সংবাদ শিরোনাম ::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি
- ফয়সাল খান কুমিল্লা জেলা ভ্রমণ প্রতিনিধি
- আপডেট সময় ০২:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- ৫০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ