৭ এপ্রিল, সোমবার নোয়াখালীতে জেলা জামায়াতে ইসলামী গাজায় ইসরাইলের বর্বরতা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিকেল ৫.০০ টায় জেলা জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জনাব ইসহাক খন্দকার বিএসসির নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি জামায়াত নেতা এডভোকেট তাজুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইউছুপ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আরমান হোসেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এডভোকেট জহিরুল আলম, শহর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মায়াজ প্রমূখ।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান। এবং ইসরাইলের বর্বরতা মানবতার বিরুদ্ধে চরম নির্মমতার শামিল হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘের নিরবতায় প্রশ্ন তোলেন।
প্রধান অতিথি জনাব ইসহাক খন্দকার তার বক্তব্যে আরো বলেন ইসরাইল বিশ্বের মাঝে সন্ত্রাসী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই তাদের সকল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। অবিলম্বে ইসরাইলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং গাজায় মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে।