ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও সমাবেশে জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করে।
সোমবার (৭ এপ্রিল)বাদ আছর সাদুল্লাপুর কেন্দ্রীয় মসজিদের সামন থেকে গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩( সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করেন বক্তারা। সমাবেশ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘসহ মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি আহবান জানান।