ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের সিাভল কোর্ট মোড় থেকে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়ে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন শেষে মনিহার চত্তরে যেয়ে শেষ হয়ে । সমাবেশের প্রাধান আথিতি বাংরাদেশ জামায়তে ইসলামীর যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন , ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক নারী, পুরুষ ও শিশু-কিশোরদের হত্যা এবং গাজায় নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান । তিনি আরো বলেন , পবিত্র রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে শান্তিচুক্তি ভঙ্গ করেছে, যা বিশ্বের মানুষের কলিজায় আঘাত করেছে। ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু তাদের আগ্রাসী বাহিনী পরাজিত হবে এবং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে সোচ্চার হতে হবে, তা না হলে জায়নবাদীরা গোটা বিশ্বকেই অস্থির করে তুলবে । অন্যান্য বক্তারা আরো বলেন ইজরায়েলের মতোই বাংলাদেশের জনগণের উপর আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। পার্থক্যটা হচ্ছে, ইজরায়েল প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে, আর বাংলাদেশের জনগণের উপর নিজ দেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহু হামলা চালিয়ে ঘোষণা দিয়েছে, হামলা মাত্র শুরু, আমরা বলবো তোমাদের ধ্বংসের যাত্রা শুরু। মক্কা বিজয়ের মতই অচিরেই ফিলিস্তিন বিজয় লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, কাফেররাও যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে মক্কায় হামলা চালিয়েছে, ইজরায়েলও যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে হামলা চালিয়েছে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারী মাওলানা আবু জাফর , সরকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারী শাহাবুদ্দিন বিশ্বাস , অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, যশোর শহর সভাপতি অধ্যাপক শামসুজ্জামান, শহর নায়েবে আমির ইসমাইল হোসেন , সেক্রেটারি ইমরান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোরের সভাপতি নজরুল ইসলাম হান্নান, যশোর শহর শাখার শিবিরের সভাপতি ইব্রাহিম শামীম, সদর উপজেলার সেক্রেটারি আব্দুল হক, প্রমুখ। বক্তারা ইজরায়েলি পন্যসকল প্রকার পন্যবয়কট আহবান জানান ।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
-
যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির :
- আপডেট সময় ০৭:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ৫১৮ বার পড়া হয়েছে