গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত ৭ এপ্রিল (সোমবার) “NO Class, No Movement” সাথে একাত্মতা প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ উপলক্ষে ৬ এপ্রিল (রবিবার) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এটি বৈশ্বিক অঙ্গনে চলমান নীরবতার বিপরীতে একটি সুস্পষ্ট প্রতিবাদের অংশ। ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণকে একটি নৈতিক ও আন্তরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে শিক্ষার্থীরা জানান, এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের সময় স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া মানবতা ও মানবাধিকারের প্রতি বিশ্বাসঘাতকতা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গাজার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, ইসরায়েলি ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়েছে।