ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও কালিয়াকৈরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক বগুড়া গাবতলীতে স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত ডিআইইউতে আসছে উৎসবের ঝলক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মুসুল্লিদের বিক্ষোভ মিছিল কক্সবাজারের ফটোগ্রাফার ছুরির আঘাতে আহত  সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ নওগাঁয় পরকিয়ার বলি সন্ধ্যা’কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দোয়ারাবাজারে জলাবদ্ধতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

দোয়ারাবাজারে জলাবদ্ধতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য দিয়েছেন একই গ্রামের দুই পক্ষ। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেন দুই পক্ষই।

এক পক্ষ বলছেন, পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষ কর্তৃক ফাঁসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও (পশ্চিম পাড়া) গ্রামে পানি নিষ্কাশনের পথ না থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হলে পক্ষে বিপক্ষে দায় চাপানোর চেষ্টা চলছে। এ নিয়ে দুই পক্ষই সরব হয়ে উঠলে গত কয়েকদিন ধরে সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত আছে। গত শনিবার দুই পক্ষ এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সাথে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও (পশ্চিম পাড়া) গ্রামে সম্প্রতি একাধিক পুকুর খনন করায় এবং পানি নিষ্কাশনের বিকল্প পথ না থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বোরো ফসল তলিয়ে গেছে। থোড় ধান পানির নীচে থাকায় কৃষকের কষ্টার্জিত বোরো ফসল হানির উপক্রম হয়েছে।

মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ হারুন অর রশিদ বলেছেন, আমরা পুকুর খনন করার পূর্বেও আমাদের প্রতিপক্ষ ফরাস উদ্দিন গং পানি নিষ্কাশনের পথ বন্ধ রাখে। সাম্প্রতিক সময়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে আমরাও বিপাকে পড়েছি। আমাদের পুকুর পাড়ের বড় ধরণের ক্ষতি হবে। এ নিয়ে এলাকাবাসী কে বলেছি কৃষকের বোরো ফসল রক্ষায় আমরা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে রাজি। অথচ আমাদের হত্যা মামলার প্রতিপক্ষ পূর্ব শত্রুতা মেটাত জলাবদ্ধতার ইস্যু তৈরি করে আমাদের পরিবার কে হেয়প্রতিপন্ন করতে চাইছে।

একই গ্রামের মৃত আক্কুব আলীর পুত্র ডা: নুরুল আমিন বলেন, পূর্ব শত্রুতার রেষারেষি কারণেই একটা পরিবার কে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে চাচ্ছে। অথচ তারা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে তারা রাজি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতার দায় আমাদের পরিবারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ জলাবদ্ধতা সৃষ্টিতে আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা এমনিতেই পানি নিষ্কাশনের পথ করে দিতে চাই।

একই গ্রামের ফরাস উদ্দিন বলেছেন, মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্রেরা পুকুর খনন করে পুরনো খালের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিলম্বে পানি নিষ্কাশনের পথ খুলে দেওয়া না হলে কৃষকদের বোরো ফসল বিনষ্ট হয়ে যাবে।

সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, আগে এক পক্ষ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছিল। এখন অন্য পক্ষ পুকুর খনন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বোরো ফসল হুমকির মুখে রয়েছে। এর দ্রুত সমাধান করা না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেছেন, জলাবদ্ধতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা

দোয়ারাবাজারে জলাবদ্ধতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ০৪:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

দোয়ারাবাজারে জলাবদ্ধতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য দিয়েছেন একই গ্রামের দুই পক্ষ। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেন দুই পক্ষই।

এক পক্ষ বলছেন, পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষ কর্তৃক ফাঁসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও (পশ্চিম পাড়া) গ্রামে পানি নিষ্কাশনের পথ না থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হলে পক্ষে বিপক্ষে দায় চাপানোর চেষ্টা চলছে। এ নিয়ে দুই পক্ষই সরব হয়ে উঠলে গত কয়েকদিন ধরে সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত আছে। গত শনিবার দুই পক্ষ এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সাথে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও (পশ্চিম পাড়া) গ্রামে সম্প্রতি একাধিক পুকুর খনন করায় এবং পানি নিষ্কাশনের বিকল্প পথ না থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বোরো ফসল তলিয়ে গেছে। থোড় ধান পানির নীচে থাকায় কৃষকের কষ্টার্জিত বোরো ফসল হানির উপক্রম হয়েছে।

মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ হারুন অর রশিদ বলেছেন, আমরা পুকুর খনন করার পূর্বেও আমাদের প্রতিপক্ষ ফরাস উদ্দিন গং পানি নিষ্কাশনের পথ বন্ধ রাখে। সাম্প্রতিক সময়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে আমরাও বিপাকে পড়েছি। আমাদের পুকুর পাড়ের বড় ধরণের ক্ষতি হবে। এ নিয়ে এলাকাবাসী কে বলেছি কৃষকের বোরো ফসল রক্ষায় আমরা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে রাজি। অথচ আমাদের হত্যা মামলার প্রতিপক্ষ পূর্ব শত্রুতা মেটাত জলাবদ্ধতার ইস্যু তৈরি করে আমাদের পরিবার কে হেয়প্রতিপন্ন করতে চাইছে।

একই গ্রামের মৃত আক্কুব আলীর পুত্র ডা: নুরুল আমিন বলেন, পূর্ব শত্রুতার রেষারেষি কারণেই একটা পরিবার কে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে চাচ্ছে। অথচ তারা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে তারা রাজি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতার দায় আমাদের পরিবারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ জলাবদ্ধতা সৃষ্টিতে আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা এমনিতেই পানি নিষ্কাশনের পথ করে দিতে চাই।

একই গ্রামের ফরাস উদ্দিন বলেছেন, মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্রেরা পুকুর খনন করে পুরনো খালের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিলম্বে পানি নিষ্কাশনের পথ খুলে দেওয়া না হলে কৃষকদের বোরো ফসল বিনষ্ট হয়ে যাবে।

সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, আগে এক পক্ষ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছিল। এখন অন্য পক্ষ পুকুর খনন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বোরো ফসল হুমকির মুখে রয়েছে। এর দ্রুত সমাধান করা না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেছেন, জলাবদ্ধতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।