‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার এর সভাপতিত্বের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গনমাধ্যমকর্মীরাসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।