ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সংবাদ পত্রের কার্ড গলাই ঝুলাইলে বা কাছে থাকলেই সাংবাদিক হওয়া যায় না” এই পেশাটার মধ্যে অনেক দায়িত্ব লুকিয়ে থাকে “ বাবা হারা সেই শিক্ষার্থী নাহিদের পাশে দাঁড়ালেন কুমিল্লার জেলা প্রশাসক কুমিল্লা  জগন্নাথপুর ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন নরসিংদী দুই ছাত্রী গণধর্ষণকারীদের  গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন খুলনা কয়রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল লালমনিরহাটে মাদকসহ ছাত্রদল নেতা আটক গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ধর্ষণ মামলার আসামী মোঃ সায়াদ মিয়া গ্রেপ্তার বিলুপ্তির পথে গাজীপুরের মৃৎ শিল্প

ঢাকা বাসায় কাজ দিবে বলে বিক্রি করে দিয়েছেন আপন ফুফু, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি গ্রামের রোকসানা ও সোহেল, এর ১২ বছরের কন্যা সুমাইয়া আক্তার এক মাস আগে , ফুফু সেলিনা ও ফুফা মোঃ শাহিদ এর সাথে ঢাকা যায়। ফুফু সেলিনা জানান মেয়েকে বাসার কাজে দিয়েছি ভালো আছে, কিন্তু পরে কোন এক অপরিচিত নাম্বার থেকে সুমাইয়া আক্তার কল দিয়ে মা বাবাকে বলেছিলেন, আমাকে দুই লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে ফুফু। তুমরা আমাকে বাচাও!

তার পরে দীর্ঘ একমাস হয়ে গেলেও মেয়ের কোন খোজ মেলেনি। ফুফু কে জিজ্ঞেস করলে বলেন আমি কি জানি কই গেছে, কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো, আমি তো কাজেই দিছিলাম। যে বাড়িতে কাজে দিছি ঐ বাসার মালিক কল দিয়ে আমাকে বললো, তুমাদের মে কাজ করে না, কাজ রেখে মোবাইলে কথা বলে, কথা শুনে না। এর পরে আমাকে একটা নাম্বার দিয়ে সুমাইয়া বলে আমারে নাকি দেখে ছাড়বো ও হাজতে দিব। তার পরে থেকে নাম্বার বন্ধ। এখন তার বাবা-মা আমাকে বলছে আমি নাকি বিক্রি করে দিছি। এসব মিথ্যা কথা। সে বাসা থেকে পালিয়ে গেছে।

সোমাইয়ার বাবা-মা জানান, মেয়ে কে বকাঝকা করলে সে ফুফুর কাছে গিয়ে কান্নাকাটি করে।ফুফু তাকে নানাবিধ প্রলোভন দেখিয়ে নিজের কাছে রাখে। পরে ঢাকার দিকে কোন একটা বাসায় কাজের কথা বলে নিয়ে যায়। সে খানে গিয়ে সুমাইয়া কল দিয়ে সব জানায়, আমারা তাকে বাড়ি ফিরে আসার কথা বলি, যার জন্য তাকে আর বাড়িতে কল দিতে দেয় না।
হঠাৎ একটা কল আসে, কান্নাকাটি করছে, বললাম কি হয়েছে, সুমাইয়া বললো আমাকে বাচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ফুফু আমাকে ঢাকা শহর দুই লক্ষ্য টাকা নিয়ে বিক্রি করে দিছে। তার পরে আর কোন দিন তার সাথে কথা বলা হইনি। সেই নাম্বার টাও বন্ধ।
এ বিষয় টা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করি কিন্তু কোন সুরাহা পাচ্ছি না। শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তা চেয়ে আকুতি আর্তচিৎকারে ভেঙে পড়েন কন্যা সন্তান হারা পিতামাতা।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা এমদাদুল হক প্রধান বলেন, আমি সবার সাথে মিলে মিশে থাকি। আমার কাছে সবাই সমান।মেয়ে টা আমি চিনি জানি। তারা অতন্ত্য দরিদ্র কিন্তু সুশীল সমাজ, ভদ্রলোক। তাদের মার্জিত আচরণ সবার হৃদয় কারে। এতো সুন্দর একটা মেয়ে কে তার ফুফু ঢাকা নিয়ে যায়, পরে লোক মারফত শুনতে পারলাম, তাকে নাকি বিক্রি করে দিছে। এমতাবস্থায় মেয়ের বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু প্রশাসনের কারচুপি ছাড়া আর কিছু মিলছে না। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলার বিষয় খতিয়ে দেখে, মূল বিষয় টা উদঘাটন করার জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, অভিযোগ পেয়েছি, যত দ্রুত সম্ভব হয় খুঁজে বের করার চেষ্টা করছি।ইনশাআল্লাহ অতিদ্রুত উদ্ধার হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বাসায় কাজ দিবে বলে বিক্রি করে দিয়েছেন আপন ফুফু, থানায় অভিযোগ

আপডেট সময় ০১:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি গ্রামের রোকসানা ও সোহেল, এর ১২ বছরের কন্যা সুমাইয়া আক্তার এক মাস আগে , ফুফু সেলিনা ও ফুফা মোঃ শাহিদ এর সাথে ঢাকা যায়। ফুফু সেলিনা জানান মেয়েকে বাসার কাজে দিয়েছি ভালো আছে, কিন্তু পরে কোন এক অপরিচিত নাম্বার থেকে সুমাইয়া আক্তার কল দিয়ে মা বাবাকে বলেছিলেন, আমাকে দুই লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে ফুফু। তুমরা আমাকে বাচাও!

তার পরে দীর্ঘ একমাস হয়ে গেলেও মেয়ের কোন খোজ মেলেনি। ফুফু কে জিজ্ঞেস করলে বলেন আমি কি জানি কই গেছে, কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো, আমি তো কাজেই দিছিলাম। যে বাড়িতে কাজে দিছি ঐ বাসার মালিক কল দিয়ে আমাকে বললো, তুমাদের মে কাজ করে না, কাজ রেখে মোবাইলে কথা বলে, কথা শুনে না। এর পরে আমাকে একটা নাম্বার দিয়ে সুমাইয়া বলে আমারে নাকি দেখে ছাড়বো ও হাজতে দিব। তার পরে থেকে নাম্বার বন্ধ। এখন তার বাবা-মা আমাকে বলছে আমি নাকি বিক্রি করে দিছি। এসব মিথ্যা কথা। সে বাসা থেকে পালিয়ে গেছে।

সোমাইয়ার বাবা-মা জানান, মেয়ে কে বকাঝকা করলে সে ফুফুর কাছে গিয়ে কান্নাকাটি করে।ফুফু তাকে নানাবিধ প্রলোভন দেখিয়ে নিজের কাছে রাখে। পরে ঢাকার দিকে কোন একটা বাসায় কাজের কথা বলে নিয়ে যায়। সে খানে গিয়ে সুমাইয়া কল দিয়ে সব জানায়, আমারা তাকে বাড়ি ফিরে আসার কথা বলি, যার জন্য তাকে আর বাড়িতে কল দিতে দেয় না।
হঠাৎ একটা কল আসে, কান্নাকাটি করছে, বললাম কি হয়েছে, সুমাইয়া বললো আমাকে বাচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ফুফু আমাকে ঢাকা শহর দুই লক্ষ্য টাকা নিয়ে বিক্রি করে দিছে। তার পরে আর কোন দিন তার সাথে কথা বলা হইনি। সেই নাম্বার টাও বন্ধ।
এ বিষয় টা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করি কিন্তু কোন সুরাহা পাচ্ছি না। শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তা চেয়ে আকুতি আর্তচিৎকারে ভেঙে পড়েন কন্যা সন্তান হারা পিতামাতা।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা এমদাদুল হক প্রধান বলেন, আমি সবার সাথে মিলে মিশে থাকি। আমার কাছে সবাই সমান।মেয়ে টা আমি চিনি জানি। তারা অতন্ত্য দরিদ্র কিন্তু সুশীল সমাজ, ভদ্রলোক। তাদের মার্জিত আচরণ সবার হৃদয় কারে। এতো সুন্দর একটা মেয়ে কে তার ফুফু ঢাকা নিয়ে যায়, পরে লোক মারফত শুনতে পারলাম, তাকে নাকি বিক্রি করে দিছে। এমতাবস্থায় মেয়ের বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু প্রশাসনের কারচুপি ছাড়া আর কিছু মিলছে না। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলার বিষয় খতিয়ে দেখে, মূল বিষয় টা উদঘাটন করার জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, অভিযোগ পেয়েছি, যত দ্রুত সম্ভব হয় খুঁজে বের করার চেষ্টা করছি।ইনশাআল্লাহ অতিদ্রুত উদ্ধার হবে।