রংপুর জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেছে। শনিবার ( ৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সেনাবাহিনীর রংপুর জেলার পীরগঞ্জ অস্থায়ী ক্যাম্পের ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিমের নেতৃত্বে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও সংযুক্ত ছিল । সরেজমিন দেখা যায়, দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফ্লাইওভার সংলগ্ন থেকে শুরু করে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেছে। সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করেছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা থাকতে পারবে। খলিল নামে এক পথচারী বলেন, শঠিবাড়ী বন্দরের বিভিন্ন এলাকায় যেভাবে চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, তাতে করে এভাবে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলমান থাকলে অপরাধ অনেকাংশে কমবে। হেলমেট না থাকার কারণে জরিমানা খাওয়া রিফাত নামে এক মোটরসাইকেল চালক বলেন, জরুরি কাজে বাসা থেকে বন্দরে হেলমেট ছাড়াই গিয়েছিলাম সে কারণে মামলা খেতে হয়েছে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সচরাচর সেনাবাহিনীর অভিযানে পড়তে হয়নি। তবে বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটা কমে আসবে। এ সময় উপস্থিত অনেকেই সেনাবাহিনীর অভিযান চলমান থাকার দাবি জানিয়েছেন । রংপুর মিঠাপুকুর পীরগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট আশরাফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনো কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে। পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র, চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের বিষয়ে রংপুর পীরগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়া চুরি, ছিনতাই ডাকাতি ও মাদকসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
রংপুর শঠিবাড়ী স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
- আপডেট সময় ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫৩১ বার পড়া হয়েছে