পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের কাছিয়া বুনিয়া আচমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গাবালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান (তসলিম) এর সভাপতিত্বে, কাছিয়া বুনিয়া আচমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসাইন মাহমুদের সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সুরা সদস্য আলহাজ্ব মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মীর মোঃ জসিম উদ্দিন, কাছিয়া বুনিয়া আচমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন আর রশিদ, সহকারী সুপার মাওলানা মহিউদ্দিন সহ সকল শিক্ষক – শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।