‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এ স্লোগানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ৮০ বছর পূর্তি উৎসব উদযাপন হয়েছে। ১৯৪৪ খ্রিঃপ্রতিষ্ঠিত রংপুর পীরগঞ্জের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় । ৮০ বছর পূর্তি উৎসবের রঙে রঙিন হয়েছে পীরগঞ্জের ঐতিহ্যবাহী গৌরবজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় । এ উপলক্ষ্যে ২ এপ্রিল/২৫ বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ঢাক ঢোল বাজিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে প্রত্যেক নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা গেঞ্জি টুপি নিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়। বর্ণাঢ্য এ র্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহাসড়কসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।সমবেত সকল শিক্ষার্থীবৃন্দ বিদ্যালয়ের মরহুম শিক্ষক ও শিক্ষার্থীর রুহের মাগফেরাত জন্য দোয়া মোনাজাত করা হয়। র্যালিতে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বাঁশি, ঢোলসহ নানা সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে উৎসব মুখর করে তোলে। র্যালি শেষে স্কুল প্রাঙ্গনে দ্বিতীয় পর্বের জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা-বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয় । বিকেলে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেয় I এ স্মৃতিচারণ অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন । আলোচনা শেষে লটারির রেফেল ড্র অনুষ্ঠিত হয় । এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ । সন্ধ্যায় স্থানীয় ও বাইরের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করে। রাতে জনপ্রিয় শিল্পী ঐশী গান পরিবেশন করবে। এসময় ফোটানো হয় আতশবাজি। সমগ্র অনুষ্ঠানে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ নেয় ।
রংপুর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
- আপডেট সময় ০১:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৫৩৬ বার পড়া হয়েছে