মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার থেকে রবিবার রাতে ৩ কেজি গাজা সহ রহিম শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সে বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি চৌকস টিম গাজা ব্যবসায়ী রহিম শেখকে বৈরাগী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এলাকার লোক জনের মাধ্যমে জানা যায় রহিম শেখ দীর্ঘদিন যাবৎ রমরমা ভাবে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। তার এই মাদক ব্যবসার করনে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাড়িয়েছে।
দৈনিক আমাদের মাতৃভূমি জেলা ব্যুরো চীফ মাদকের ব্যাপারে জানতে চাইলে রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন আমি যতদিন এই থানায় কর্মরত আছি ততদিন মাদকের ব্যাপারে আমি কোন ছাড় দিবো না। সমস্ত মাদক ব্যবসায়ীদের চোখের ঘুম আমি হারাম করে দিব।
মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে রহিম শেখকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।