১৯৭২ সালের ৩১শে অক্টোবর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিলো জাসদ। সময়ের পরিক্রমায় দেশের রাজনৈতিক উত্থান পতনের ডামাডোলে বাংলাদেশের প্রথম প্রধান বিরোধী দল জাসদ বিভিন্ন কারনে খন্ড খন্ডে পরিনত হয় যার ইতিহাস অনেকেরই জানা। ৫ই আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পরে জাসদের তৃনমূল নেতাকর্মীদের মাঝে সকল অংশের একত্রিত হওয়ার প্রবল চাপ সৃষ্টি হয়। এতে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান সকল অংশের জাসদের নেতাকর্মীদের একত্রিত করে সিরাজুল আলম খানের অসমাপ্ত কাজ তথা একত্রিত জাসদ ঐক্য গড়তে সারা দেশের জাসদের একটিভ/ইনেকটিভ নেতাকর্মীদের জাসদ ঐক্য গড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে যে ডাক দিয়েছেন তাতে সাড়া দিয়ে আজ রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় ব্রাকেটবিহীন একত্রিত জাসদ গড়তে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ১৯৭২এ জাসদের প্রতিষ্ঠাকালীন-অদ্যবদি জাসদের সকল অংশের বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগঠকবৃন্দের একত্রিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর প্রথমেই জাসদের শহীদ নেতৃবৃন্দের স্বরনে ১মিনিট নিরবতা পালন করে সভা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ-রব অংশের নেতা বীর-মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, সভা পরিচালনা করেন রংপুর জেলা স্কুলের শিক্ষক তিস্তা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ-(আম্বিয়া-প্রধান)’র সাব্বির আহমেদ, গৌতম রায়, জাসদ-ইনু’র জাবেদ হোসেন স্বপন, ইউসুফ আলী, মনিরুজ্জামান মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন ১৯৭২ এ জাসদ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জন্ম নিয়েছিলো সময়ের পরিক্রমায় তা অনেকটা পথবিচ্যুত হয়ে পরেছে। ব্যক্তিস্বার্থ, পদলোভীতায় জাসদ আজ খণ্ড খণ্ড হয়েছে। জাসদ কর্মীবান্ধব সংগঠন, নেতাদের স্বার্থে সংগঠন ভেঙে খন্ড খন্ড হবে এটা আর চলতে দেয়া যায় না। দেশের বর্তমান প্রেক্ষাপটে মৌলবাদীদের জঘন্য আস্ফালন রুখে দিতে জাসদের একত্রিত হওয়ার যে অনিবার্য প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে তাতে সকল অনাকাঙ্ক্ষিত মতভেদ ত্যাগ করে জাসদ একত্রিত করার জোর দাবি উত্থাপিত হয়।
নেতাদের প্রতি সশ্রদ্ধ সালাম ও সম্মান রেখে একত্রিত হওয়ার এই জাগরণে রংপুর সহ সারাদেশের সকল একটিভ/ইনেকটিভ জাসদ সৈনিকদের একত্রিত হওয়ার বার্তা পৌঁছাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণে ভূমিকা রাখতে আহবান জানান। পরে ইফতার ও আলোচনার পরে পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
রংপুরে ব্রাকেট বিহীন জাসদ গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় ১০:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫১২ বার পড়া হয়েছে