কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতির নাগেশ্বরী থানার উদ্যোগে পবিত্র মাহে রমজানে উপলক্ষে এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হল রুমে।
উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাহেবের সভাপত্তিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,জননেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা, একাডেমিক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন, সিনিয়র সভাপতি জনাব মোঃ ফজলুল হক, জনাব মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল ইসলাম।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।