বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলু চাষের গুরুত্ব অপরিসীম। কিন্তু এখানকার কৃষকদের জন্য নির্দিষ্ট কোনো আলু বাজার নেই, ফলে তারা বাধ্য হয়ে প্রধান সড়কের ওপরেই অস্থায়ী হাট বসাচ্ছেন। এতে সড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে, সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, হাটের নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিবারই মূল সড়ক দখল করে বেচাকেনা চলে। প্রশাসনের নজরদারির অভাব এবং হাট মালিকদের উদাসীনতায় দিন দিন এই বিশৃঙ্খলা বাড়ছে। অথচ কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
কৃষকরা দাবি করেছেন, দ্রুত একটি নির্দিষ্ট আলু বাজার নির্ধারণ করা হোক, যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন এবং পথচারীরা দুর্ভোগ থেকে মুক্তি পান। সংশ্লিষ্ট প্রশাসন ও হাট মালিকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।