জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় চাঁদপুর শহরের নতুন বাজারস্ত শ্রী শ্রী গোপাল জিউর আখড়া১২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী দোল উৎসব উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৪০ প্রহর হরিনাম যজ্ঞ। শুক্রবার ১৪ ই মার্চ সকাল থেকে শুরু হয়ে ২০শে মার্চ শনিবার পর্যন্ত হরিনাম কীর্তন।
এবং দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাজ ও তৎপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
হরির নাম কীর্তনের নাম সুধা পরিবেশন করবেন দেশের খ্যাতনামা কীর্তনীয়ার দলগুলো। দলগুলো হলো গৌর সুন্দর সম্প্রদায় বরিশাল, ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় বরিশাল, অষ্টসখী সম্প্রদায় ভোলা, চৈতন্য সংঘ টাঙ্গাইল, শুভশ্রী বরিশাল ও বাবা তারকনাথ সম্প্রদায় বরিশাল এবং লীলা কীর্তন পরিবেশন করবেন সুজন সূত্রধর ও তার দল পুষ্পরানি ও তার দল ও তনুশ্রী চৌধুরী এবং তার দল।
শুক্রবার রাতে হরির নাম কীর্তন পরিদর্শনে আসেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, গোপাল জিও আখড়া কমিটির সভাপতি অভিজিত রায় সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত মন্ডলী।
পাঁচ দিন ব্যাপী হরির নাম যজ্ঞ সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মন্দির কমিটির সভাপতি অভিজিৎ রায় সাধারণ সম্পাদক বাপ্পি পাল।