গত ইং-২০/০১/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.১৫ ঘটিকায় বাদীর বাবা দুলু মিয়া, এর বাড়ী বিবাদীদের বাড়ী পাশাপাশি হওয়ায় বাদীর বাড়ীর পূর্ব সাইডে বিবাদীরা তাহাদের বাড়ীর পানি নিস্কাশনের ড্রেন খনন করাকে কেন্দ্র করিয়া বাদীর বাবা দুলু মিয়া ইং-২০/০১/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.১৫ ঘটিকার সময় মসজিদে নামাজ পড়িতে যাওয়ার সময় দেখিতে পাইয়া বিবাদীদেরকে বাদীর জায়গায় ড্রেন খনন করিতে নিষেধ করায় ১নং আসামী মোঃ আল আমিন এর হুকুমে সকল আসামীগন বাদীর বাবাকে পানি নিস্কাশনের ড্রেনে ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া বাদীর বাবাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরিভাবে মাথার ডান সাইডে আঘাত করিলে গুরুতর রক্ত জমাট বাঁধা জখম করিলে বাদীর বাবা জ্ঞ্যান হাড়াইয়া ফেলে। পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নিয়া গেলে কর্ত্যব্যরত ডাক্তার মৃত ঘোষনা করিলে বাদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে র্যব-১২ সিপিএসসি, বগুড়া গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতে থাকে। অদ্য ইং ০৮/০২/২০২৫ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর থানার হত্যা মামলার ০১ নং আসামী শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকা অবস্থান করিতেছে এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ আল আমিন (৩০),পিতা মোঃ বাবলু প্রাং মাতা মোছাঃ মোর্শেদা বেগম, সাং- ডাকুরচক মধ্যপাড়া, থানা ও জেলা-বগুড়‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
বগুড়ায় পানি নিস্কাশনের ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চলকর দুলু হত্যা মামলার ১ আসামী মোঃ আল-আমিন (২৫) গ্রেফতার
-
বায়েজিদ হোসেন, বগুড়া।
- আপডেট সময় ১২:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৩৮ বার পড়া হয়েছে