ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণঘাতী ইউনানি-আয়ুর্বেদিক ঔষধে বাজার সয়লাব তালুকদার স’মিল ও ডি এন এন প্যাকেজিংয়ের বিরুদ্ধে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগ কুমিল্লা দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলনে সাব্বির হত্যা মামলায় হিরন মিয়া গ্রেফতার লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল নোয়াখালীতে বিধবাকে ধর্ষণের ‘হুমকি’ দিয়ে ঘর ডাকাতি যবিপ্রবির ইতিহাসে ১ম বারের মতো আয়োজিত হলো গণ ইফতার ববি’তে জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় আতশবাজি আটক কুমিল্লায় মাদক দ্রব্যসহ আটক ১ পীরগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত পরিবার

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলি

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলির ঘটনা ঘটেছে। এতে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে গুলি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতের হামলার ঘটনায় বিচারের দাবিতে শহরের রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পাঁচটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন।

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’আজ থেকে গাজীপুরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’
আহত মোবাশ্বের হোসেন সাংবাদিকদের জানান, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ বলেন,রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী বিভাগে ভর্তি রাখা হয়েছে।”

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.সিদ্দিকুর রহমান বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হাতে গুলি লেগেছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, কারা গুলি ছুড়েছে।

এদিকে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস ও “অপারেশন ডেবিল হান্ট”কে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ তথ্য জানান।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

এর আগে শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে মারধরের শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের দাবি,মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের খবর শুনে ঠেকাতে গিয়েছিলেন শিক্ষার্থীরা।এ সময় আওয়ামী লীগ,ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধর করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাণঘাতী ইউনানি-আয়ুর্বেদিক ঔষধে বাজার সয়লাব

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলি

আপডেট সময় ০৮:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলির ঘটনা ঘটেছে। এতে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে গুলি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতের হামলার ঘটনায় বিচারের দাবিতে শহরের রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পাঁচটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন।

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’আজ থেকে গাজীপুরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’
আহত মোবাশ্বের হোসেন সাংবাদিকদের জানান, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ বলেন,রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী বিভাগে ভর্তি রাখা হয়েছে।”

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.সিদ্দিকুর রহমান বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হাতে গুলি লেগেছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, কারা গুলি ছুড়েছে।

এদিকে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস ও “অপারেশন ডেবিল হান্ট”কে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ তথ্য জানান।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

এর আগে শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে মারধরের শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের দাবি,মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের খবর শুনে ঠেকাতে গিয়েছিলেন শিক্ষার্থীরা।এ সময় আওয়ামী লীগ,ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধর করে।