পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায়-২০২৪ বিশেষ ভিজিএফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) মৎস্য অফিসের নির্দেশে ইউপি সচিব শ্রী রিপন চন্দ্র শীলের চঞ্চালনায় ৪২জন উপকারভোগীদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এ সময় ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার, মহিলা মেম্বার ও সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন বলেন, “আমি পটুয়াখালী থেকে চাল এনে ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং বদরপুর ইউনিয়নের সকল স্তরের জনগণের উপস্থিতিতে চাল বিতরণ করি। আমি উপকারভোগী ৪২ জনের জন্য ১.১২৫ মেট্রিক টন চাল অর্থাৎ ৩৮ বস্তা চাল বিতরণ করি।”
উপকারভোগী মোঃ জলিল ঘরামী বলেন, “আমি ২৫ কেজি চাল পেয়েছি। আমার এ মাসে আর কোনো চাল কিনতে হবে না, আমি অনেক খুশি।” মোঃ সেলিম গাজী বলেন, আমিও ২৫ কেজি চাল পেয়েছি। আমি ছেলে-মেয়ে নিয়ে ভালো ভাবে চলতে পারবো। আমার আর চাল কিনতে হবে না। প্রতি জেলে চাল পায় ২৫ কেজি করে।”
বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব রিপন চন্দ্র শীল বলেন, “আমি মোট ৩৮ বস্তা চাল পরিষদের প্রকৃত জেলের মাঝে বিতরণ করতে সার্বিক ব্যবস্থা করি। এই চাল বিতরণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”