সরকারের ব্যর্থতায় নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছে বাম জোট। জোটের নেতারা বলেন, সরকারের ব্যর্থতায় ব্যবসায়ীরা বাজারে কোনো কোনো নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রক্রিয়াকে অনিবার্য করে তুলছে। সরকারের ভূমিকা এসব কারসাজি সৃষ্টিকারীদের পক্ষেই যাচ্ছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। চালের দাম অহেতুক বাড়ছে উল্লেখ করে জোটের নেতারা আরও বলেন, চালকল মালিক আর মধ্যসত্ত্বভোগীদের কারসাজিতে দেশের সাধারণ মানুষের প্রধান খাদ্যের দামও নিয়ন্ত্রণে থাকছে না। আয় কমে যাওয়া সাধারণ মানুষ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে প্রতিদিন সংকটে পড়ছে। ধার-দেনা করে, এখন কম খেয়ে বেঁচে থাকতে হচ্ছে অনেককে।
সারাদেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়ে বাম জোটের নেতারা বলেন, সরকার এসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে লুটেরা ব্যবসায়ী আর কমিশনভোগীদের পকেট ভারী করছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ প্রমুখ।