ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

খুন-ধর্ষণসহ ৩০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল গ্রেফতার

খুন-ধর্ষণসহ ৩০ মামলার আসামি কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (৪০) এবার চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি যৌথদল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

রেজাউল জেলার সদর দক্ষিণ উপজেলার শামবক্সি (বল্লভপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার বিকালে তাকে আদালতে সোপর্দ করার পর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

পুলিশ জানায়, রেজাউল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ, ডাকাতিসহ ৩০টি মামলা রয়েছে।

২০১৮ সালের ২৬ নভেম্বর কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি সন্ত্রাসী রেজাউল ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে মাথায় গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার পর দীর্ঘ দিন সে ভারতে পালিয়ে ছিলেন। ২০২১ সালের ১৮ জুন রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির একটি টহল দল তাকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করে। এর পর থেকে তিনি কুমিল্লা কারাগারে ছিলেন।

স্থানীয়রা বলেন, সম্প্রতি সন্ত্রাসী রেজাউল জামিনে কারাগার থেকে বের হয়ে এলাকায় এসে বিভিন্নজনের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদীদের হুমকি দিয়ে আসছিলেন। এদের মধ্যে সদর দক্ষিণ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আজাদ হোসেন নামের এক ব্রিকফিল্ড মালিকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, জামিনে বের হয়ে সন্ত্রাসী রেজাউল ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আজাদ হোসেন নামের এক ব্যক্তি থানায় মামলা করেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে (রেজাউল) গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

খুন-ধর্ষণসহ ৩০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল গ্রেফতার

আপডেট সময় ১১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

খুন-ধর্ষণসহ ৩০ মামলার আসামি কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (৪০) এবার চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি যৌথদল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

রেজাউল জেলার সদর দক্ষিণ উপজেলার শামবক্সি (বল্লভপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার বিকালে তাকে আদালতে সোপর্দ করার পর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

পুলিশ জানায়, রেজাউল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ, ডাকাতিসহ ৩০টি মামলা রয়েছে।

২০১৮ সালের ২৬ নভেম্বর কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি সন্ত্রাসী রেজাউল ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে মাথায় গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার পর দীর্ঘ দিন সে ভারতে পালিয়ে ছিলেন। ২০২১ সালের ১৮ জুন রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির একটি টহল দল তাকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করে। এর পর থেকে তিনি কুমিল্লা কারাগারে ছিলেন।

স্থানীয়রা বলেন, সম্প্রতি সন্ত্রাসী রেজাউল জামিনে কারাগার থেকে বের হয়ে এলাকায় এসে বিভিন্নজনের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদীদের হুমকি দিয়ে আসছিলেন। এদের মধ্যে সদর দক্ষিণ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আজাদ হোসেন নামের এক ব্রিকফিল্ড মালিকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, জামিনে বের হয়ে সন্ত্রাসী রেজাউল ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আজাদ হোসেন নামের এক ব্যক্তি থানায় মামলা করেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে (রেজাউল) গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।