ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা। সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন।

সরেজমিন দেখা যায়, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান চরাদি গ্রামের সেবাগ্রহীতা লতিফ হাওলাদার থেকে প্রকাশ্যে ১ হাজার ৮০০ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং ওই টাকা নিজের পকেটে রাখছেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে বলছেন, আপনি চলে যান। আরও ৩ হাজার ২০০ টাকা নিয়ে এলে কাজ হয়ে যাবে।

ঘুষের লেনদেনের বিষয়টি কালবেলা জানতে চাইলে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান কিছুটা বিচলিত হয়ে বলেন, জমির কর হিসাবে ১ হাজার ৮০০ টাকা নিয়েছি। তার কাছে আরও ৩ হাজার ২০০ টাকা বকেয়া রয়েছে।

১ হাজার ৮০০ টাকা কেন অগ্রিম নিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি টাকা পরে দেবে; তাই টাকা রাখা হয়েছে। ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও দেখিয়ে টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে চুপ হয়ে যান।

আরও জানা গেছে, খাজনার দাখিলের জন্য (ভূমি উন্নয়ন করের রসিদ) সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রসিদ দেওয়া হয় সরকারি হিসাবে। এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এ ভূমি সহকারী কর্মকর্তা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নাম খারিজের বেলায় সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসাবে আট থেকে ১০ হাজার টাকা এমনকি ব্যক্তিভেদে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন ওই কর্মকর্তা। দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা তালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের ঘুষ গ্রহণের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

আপডেট সময় ১১:২০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা। সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন।

সরেজমিন দেখা যায়, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান চরাদি গ্রামের সেবাগ্রহীতা লতিফ হাওলাদার থেকে প্রকাশ্যে ১ হাজার ৮০০ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং ওই টাকা নিজের পকেটে রাখছেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে বলছেন, আপনি চলে যান। আরও ৩ হাজার ২০০ টাকা নিয়ে এলে কাজ হয়ে যাবে।

ঘুষের লেনদেনের বিষয়টি কালবেলা জানতে চাইলে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান কিছুটা বিচলিত হয়ে বলেন, জমির কর হিসাবে ১ হাজার ৮০০ টাকা নিয়েছি। তার কাছে আরও ৩ হাজার ২০০ টাকা বকেয়া রয়েছে।

১ হাজার ৮০০ টাকা কেন অগ্রিম নিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি টাকা পরে দেবে; তাই টাকা রাখা হয়েছে। ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও দেখিয়ে টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে চুপ হয়ে যান।

আরও জানা গেছে, খাজনার দাখিলের জন্য (ভূমি উন্নয়ন করের রসিদ) সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রসিদ দেওয়া হয় সরকারি হিসাবে। এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এ ভূমি সহকারী কর্মকর্তা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নাম খারিজের বেলায় সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসাবে আট থেকে ১০ হাজার টাকা এমনকি ব্যক্তিভেদে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন ওই কর্মকর্তা। দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা তালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের ঘুষ গ্রহণের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।