আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ। হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা পুনাওয়ালা বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সে কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন? কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি। নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন। এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের হিন্দুবিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায়। নৈতিক দায় নিয়ে তার (মমতা) পদত্যাগ করা উচিত।’
ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী; তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন?… তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন, আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে, এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’
উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।