ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

নতুন দেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের ১৫ দফা

ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৫ দফা বাস্তবায়নের সুপারিশ করেছেন পরিকল্পনাবিদরা।

শনিবার রাজধানীর প্লানার্স টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়- নতুন এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা প্রধানত সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন।

বিআইপির সুপারিশগুলো হলো- ১. আইনশৃঙ্খলা বাহিনীগুলোর যারা অপরাধের সঙ্গে যুক্ত ও দুর্নীতিবাজ তাদের বিচারের আওতায় এনে সংস্থার পুনর্গঠন করে জনগণের আস্থা ফিরিয়ে আনা ২. বিচার বিভাগ, সংসদ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা ৩. সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পরিচালনা অন্তর্ভুক্তকরণ ৪. সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় আইন ও কাঠামো সংস্কার করে স্বাধীন ও নিরপেক্ষ করে গড়ে তোলা ৫. দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো ৬. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার কাঠামো তৈরি ৭. দেশে নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা প্রণয়ন এবং গবেষণার সুযোগ সৃষ্টি ৮. সব স্তরের পরিকল্পনা প্রণয়নে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা এবং জাতি নির্বিশেষে সবার অংশগ্রহণ ৯. কম খরচে বেশি সুবিধার প্রকল্প বাস্তবায়ন করে দেশের সম্পদের ব্যবহার ১০. নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা আইন এবং জাতীয় নগর উন্নয়ন নীতিমালা প্রণয়ন ১১. উন্নয়ন বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া ১২. দেশের নদ-নদী, খাল, খেলার মাঠ, পার্কগুলো দখলমুক্ত করে জনগণের কাছে ফেরানো ১৩. স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রয়োজনে বিকেন্দ্রীকরণ ১৪. দেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো এবং ১৫. দেশের বিদ্যমান অর্থনৈতিক-সামাজিক পরিকল্পনাসমূহের সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা।

বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন হাসান, বিআইপির সহসভাপতি সৈয়দ শাহরিয়ার আমিন, বিআইপির যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ড. আরিফুল ইসলাম, মো. নুরুল্লাহ প্রমুখ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

নতুন দেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের ১৫ দফা

আপডেট সময় ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৫ দফা বাস্তবায়নের সুপারিশ করেছেন পরিকল্পনাবিদরা।

শনিবার রাজধানীর প্লানার্স টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়- নতুন এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা প্রধানত সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন।

বিআইপির সুপারিশগুলো হলো- ১. আইনশৃঙ্খলা বাহিনীগুলোর যারা অপরাধের সঙ্গে যুক্ত ও দুর্নীতিবাজ তাদের বিচারের আওতায় এনে সংস্থার পুনর্গঠন করে জনগণের আস্থা ফিরিয়ে আনা ২. বিচার বিভাগ, সংসদ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা ৩. সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পরিচালনা অন্তর্ভুক্তকরণ ৪. সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় আইন ও কাঠামো সংস্কার করে স্বাধীন ও নিরপেক্ষ করে গড়ে তোলা ৫. দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো ৬. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার কাঠামো তৈরি ৭. দেশে নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা প্রণয়ন এবং গবেষণার সুযোগ সৃষ্টি ৮. সব স্তরের পরিকল্পনা প্রণয়নে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা এবং জাতি নির্বিশেষে সবার অংশগ্রহণ ৯. কম খরচে বেশি সুবিধার প্রকল্প বাস্তবায়ন করে দেশের সম্পদের ব্যবহার ১০. নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা আইন এবং জাতীয় নগর উন্নয়ন নীতিমালা প্রণয়ন ১১. উন্নয়ন বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া ১২. দেশের নদ-নদী, খাল, খেলার মাঠ, পার্কগুলো দখলমুক্ত করে জনগণের কাছে ফেরানো ১৩. স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রয়োজনে বিকেন্দ্রীকরণ ১৪. দেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো এবং ১৫. দেশের বিদ্যমান অর্থনৈতিক-সামাজিক পরিকল্পনাসমূহের সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা।

বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন হাসান, বিআইপির সহসভাপতি সৈয়দ শাহরিয়ার আমিন, বিআইপির যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ড. আরিফুল ইসলাম, মো. নুরুল্লাহ প্রমুখ।