ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা চাঁদপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফার্মাসিস্টদের ঐতিহাসিক অঙ্গীকার নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ালেন বাংলাদেশ বিজিবির পা ধরে ক্ষমা চাইলেন বিএসএফ বকশীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পুলিশ তদন্তে জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা, ইবিতে সাংবাদিককে মারধর পুসাজের সভাপতি নির্বাচিত হলেন মেরিটাইমের আবু হুরায়রা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুনারুঘাটে ছাত্রসেনার প্রতিবাদ সভা 

কখন নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

শিক্ষার্থীদের পক্ষে এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে৷ তিনি সম্মতিও দিয়েছেন বলে তার কার্যালয় ইউনূস সেন্টার ডয়চে ভেলেকে নিশ্চিত করেছে৷

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কদের একজন বাকের মজুমদার বলেন, ‘আমরা বলেছি, রাষ্ট্র কাঠামো সংস্কারের পরই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে৷ ইতিমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছি৷ তিনি আমাদের সম্মতিও দিয়েছেন৷ এই সরকারের উপদেষ্টা কারা হবেন, সেই নামও আমরা প্রস্তাব করব৷ আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন৷ আমাদের দাবি মেনে ইতিমধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন৷ ফলে আলোচনায় বসেই সমাধান করা হবে৷’

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে ৩ থেকে ৬ বছর৷ সরকারের মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে৷ প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ৷ এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে); নির্বাচন কমিশন পুনর্গঠন; সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল; সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল; ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান; জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা; বিগত ১৫ বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে৷

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে৷ নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো৷ এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

নোবেলজয়ী এই অধ্যাপককে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা৷ মঙ্গলবার ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷

ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম৷ কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে৷ তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন৷ তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক৷ অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা শিগগিরই ঘোষণা করবো৷ দ্রুতই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই৷’

এখন আলোচনা চলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন ও কীভাবে হচ্ছে? কারা থাকছেন এ সরকারে? সংবিধানের মধ্যে থেকে কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্ভব? জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘সবকিছু হয়ত সম্ভব হবে না৷ কারণ এখনকার পরিস্থিতি বিবেচনায় নিতে হবে৷ যদি কিছু সংবিধানের বাইরে যায়, সেগুলোও নতুন সরকার এসে সংবিধানের মাধ্যমে বৈধ করে নেবে৷ এর আগেও তো আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে, সমাধানও হয়েছে৷’

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

কখন নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আপডেট সময় ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

শিক্ষার্থীদের পক্ষে এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে৷ তিনি সম্মতিও দিয়েছেন বলে তার কার্যালয় ইউনূস সেন্টার ডয়চে ভেলেকে নিশ্চিত করেছে৷

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কদের একজন বাকের মজুমদার বলেন, ‘আমরা বলেছি, রাষ্ট্র কাঠামো সংস্কারের পরই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে৷ ইতিমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছি৷ তিনি আমাদের সম্মতিও দিয়েছেন৷ এই সরকারের উপদেষ্টা কারা হবেন, সেই নামও আমরা প্রস্তাব করব৷ আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন৷ আমাদের দাবি মেনে ইতিমধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন৷ ফলে আলোচনায় বসেই সমাধান করা হবে৷’

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে ৩ থেকে ৬ বছর৷ সরকারের মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে৷ প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ৷ এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে); নির্বাচন কমিশন পুনর্গঠন; সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল; সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল; ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান; জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা; বিগত ১৫ বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে৷

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে৷ নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো৷ এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

নোবেলজয়ী এই অধ্যাপককে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা৷ মঙ্গলবার ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷

ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম৷ কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে৷ তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন৷ তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক৷ অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা শিগগিরই ঘোষণা করবো৷ দ্রুতই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই৷’

এখন আলোচনা চলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন ও কীভাবে হচ্ছে? কারা থাকছেন এ সরকারে? সংবিধানের মধ্যে থেকে কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্ভব? জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘সবকিছু হয়ত সম্ভব হবে না৷ কারণ এখনকার পরিস্থিতি বিবেচনায় নিতে হবে৷ যদি কিছু সংবিধানের বাইরে যায়, সেগুলোও নতুন সরকার এসে সংবিধানের মাধ্যমে বৈধ করে নেবে৷ এর আগেও তো আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে, সমাধানও হয়েছে৷’