বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মতে নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে কর্মবিরতি। থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে।
উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল করিম খান জানান, পুলিশের অধস্তন কর্মকর্তাদের ১১ দফা দাবি ব্যতীত পুলিশের উপ-পরিদর্শক হইতে পুলিশ পরিদর্শক পর্যন্ত এক দফা এক দাবি পিএসসির অধীনে চাকরি অধিভুক্ত করার। প্রকৃতপক্ষে পুলিশের উপ-পরিদর্শক এবং পরিদর্শক যথাক্রমে দ্বিতীয় এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তারা অনেক বছর যাবত এ সুবিধা হতে বঞ্চিত। তাই পুলিশের উপ-পরিদর্শক এবং পরিদর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ জনসাধারণের সঙ্গে কোনোভাবেই বৈরিতাপূর্ণ সম্পর্কে জড়াতে চায় না জানিয়ে পুলিশ সদস্যরা বলেন, পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সঙ্গে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।