ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরের সিনিয়র সাংবাদিক,মর্মান্তিক রোড এক্সিডেন্টে মৃত্যু হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বাউফলে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপহার গ্রহণের ছবি ভাইরাল গাজায় ৯০ শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন: ফিলিস্তিনি কর্মকর্তা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষ, হতাহত ১৫ ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত নিষিদ্ধ এলাকায় বাজছে গাড়ির হর্ন, নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ উত্তরা আধুনিক হাসপাতাল ঘিরে এখনও চাঁদাবাজির তান্ডব চালাচ্ছে শেখ হাসিনার আস্থাভাজন গোলাম মোস্তফা  মিঠাপুকুরে এমপিএইসভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

সাড়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ এসপিসহ ৫৫ পুলিশ, ২ লাখ টাকায় মুক্তি

0-4608x3466-0-0#

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার চাঁপাইনবাবগঞ্জজুড়ে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় তথ্য সংগ্রহের সময় যুগান্তর প্রতিবেদকসহ ৮-১০ সাংবাদিক রোষানলে পড়েন এবং লাঞ্ছিত হন।

পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেখানে থাকা ৬টি গাড়ি ও অন্তত ২০-২৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। বিকাল ৪টার দিকে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়। টানা সাড়ে ৬ ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ অফিসে থাকা প্রায় ৫৫ জন পুলিশ সদস্য আটকা পড়েন৷ এ সময় জীবন বাঁচতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে ৪ জন আহত হলে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসা খরচ হিসেবে ২ লাখ টাকার বিনিময়ে তারা মুক্ত হন বলে জানা গেছে।

এদিকে আগুনে সদর আসনের এমপি আব্দুল ওদুদসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ নানা সরকারি-বেসরকারি কার্যালয়। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে এসব ঘটনা ঘটে।

বিকালে সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পেট্রল পাম্প, পাঠানপাড়ার রাজনৈতিক কার্যালয়, হুজরাপুরের বাসভবনে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আগুন দেওয়া হয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের গ্রামীণ ট্রাভেলস পরিবহণের গ্যারেজে। সেখানে থাকা দুটি বাস ও দুটি ছোড় গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তার বটতলাহাটের বাড়ি ও জোসনারা পার্কে ভাংচুর ও লুটপাট করা হয়।

এর আগে জেলা প্রশাসকের বাস ভবনে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এর আগে বিকালে সদর মডেল থানাতেও হামলা চালানো হয়। সন্ধ্যার আগে জেলা পরিষদে আগুন দেওয়া হয়। সেখানে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং জেলা পরিষদের বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়।

শহরের স্বরুপনগরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আদালতের মালখানা থেকে লুট করা হয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল। বিশ্বরোড মোড় ও মার্কেট চত্বরে থাকা বঙ্গবন্ধুর দুটি প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

রাতে শহরের ক্লাব সুপার মার্কেট দোকান লুটপাটের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই মার্কেটে অবস্থিত সোনালী ব্যাংকেও লুটপাটের চেষ্টা চালানো হয়। পরে বিষয়টি জানতে পেরে দোকান মালিক-কর্মচারীরা সারা রাত পাহারা বসায়। এছাড়া পাঠানপাড়ার আয়কর অফিসে হামলা ও লুটপাট চালানো হয়।

শিবগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের বাড়ি ও তাদের জিকে ফাউন্ডেশনের ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ অফিস, পৌর কাউন্সিলরের বাড়ি ও মেয়রের অফিস ভাংচুর করা হয়।

নাচোলে সোনাইচন্ডি হাটে শেখ মুজিবুর ও শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেয় এবং আওয়ামী লীগ অফিসে তালা লাগিয়ে দেয়। ভোলাহাট উপজেলাতে শেখ মুজিবের মুর‌্যাল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এদিকে মঙ্গলবার ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাকে সোনামসজিদ স্থলবন্দর থেকে আটক করেছে বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের সিনিয়র সাংবাদিক,মর্মান্তিক রোড এক্সিডেন্টে মৃত্যু হয়।

সাড়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ এসপিসহ ৫৫ পুলিশ, ২ লাখ টাকায় মুক্তি

আপডেট সময় ১১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার চাঁপাইনবাবগঞ্জজুড়ে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় তথ্য সংগ্রহের সময় যুগান্তর প্রতিবেদকসহ ৮-১০ সাংবাদিক রোষানলে পড়েন এবং লাঞ্ছিত হন।

পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেখানে থাকা ৬টি গাড়ি ও অন্তত ২০-২৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। বিকাল ৪টার দিকে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়। টানা সাড়ে ৬ ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ অফিসে থাকা প্রায় ৫৫ জন পুলিশ সদস্য আটকা পড়েন৷ এ সময় জীবন বাঁচতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে ৪ জন আহত হলে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসা খরচ হিসেবে ২ লাখ টাকার বিনিময়ে তারা মুক্ত হন বলে জানা গেছে।

এদিকে আগুনে সদর আসনের এমপি আব্দুল ওদুদসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ নানা সরকারি-বেসরকারি কার্যালয়। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে এসব ঘটনা ঘটে।

বিকালে সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পেট্রল পাম্প, পাঠানপাড়ার রাজনৈতিক কার্যালয়, হুজরাপুরের বাসভবনে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আগুন দেওয়া হয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের গ্রামীণ ট্রাভেলস পরিবহণের গ্যারেজে। সেখানে থাকা দুটি বাস ও দুটি ছোড় গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তার বটতলাহাটের বাড়ি ও জোসনারা পার্কে ভাংচুর ও লুটপাট করা হয়।

এর আগে জেলা প্রশাসকের বাস ভবনে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এর আগে বিকালে সদর মডেল থানাতেও হামলা চালানো হয়। সন্ধ্যার আগে জেলা পরিষদে আগুন দেওয়া হয়। সেখানে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং জেলা পরিষদের বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়।

শহরের স্বরুপনগরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আদালতের মালখানা থেকে লুট করা হয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল। বিশ্বরোড মোড় ও মার্কেট চত্বরে থাকা বঙ্গবন্ধুর দুটি প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

রাতে শহরের ক্লাব সুপার মার্কেট দোকান লুটপাটের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই মার্কেটে অবস্থিত সোনালী ব্যাংকেও লুটপাটের চেষ্টা চালানো হয়। পরে বিষয়টি জানতে পেরে দোকান মালিক-কর্মচারীরা সারা রাত পাহারা বসায়। এছাড়া পাঠানপাড়ার আয়কর অফিসে হামলা ও লুটপাট চালানো হয়।

শিবগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের বাড়ি ও তাদের জিকে ফাউন্ডেশনের ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ অফিস, পৌর কাউন্সিলরের বাড়ি ও মেয়রের অফিস ভাংচুর করা হয়।

নাচোলে সোনাইচন্ডি হাটে শেখ মুজিবুর ও শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেয় এবং আওয়ামী লীগ অফিসে তালা লাগিয়ে দেয়। ভোলাহাট উপজেলাতে শেখ মুজিবের মুর‌্যাল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এদিকে মঙ্গলবার ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাকে সোনামসজিদ স্থলবন্দর থেকে আটক করেছে বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।