ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার অত্যাধুনিক বাস নির্মাণ করে চমকে দিল আফগানিস্তান পটুয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন যোদ্ধাদের নতুন প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ফিলিস্তিনিরা স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে : তারেক রহমান মুরাদনগরের জোরপূর্বক হিন্দু পরিবারের রাস্তা দখলের পায়তারা আল্লাহর আনুগত্যের জন্য রাসূল(স.)এর আনুগত্য করতে হবে প্রফেসর ড. আব্দুল্লাহ আল মোসলেহ তজুমউদ্দিনে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১ সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ যেভাবে দেশ-বিদেশে ৫৮০ বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী মহিউদ্দিন খান রিফাত মহিউদ্দিন খান রিফাত শরীয়তপুরের জাজিরায় কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

পর্ব-(১) লালমনিরহাটে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ২৫৩৪টি প্রকল্পের বরাদ্দ ৮০কোটি টাকা, ৫০কোটি টাকা লুটপাটের অভিযোগ

লালমনিরহাটের ৫ উপজেলায় ২হাজার ৫শত ৩৪টি প্রকল্পের প্রায় ৮০কোটি টাকার মধ্যে ৩০কোটি টাকার কাজ করা হয়েছে। এ সরকারী বরাদ্দের প্রায় ৫০কোটি টাকার কাজ না করেই কাজের নামে ভূয়া ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী এ বিশাল অংকের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় এসব কাজ গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ শেষ করা হয়েছে।

লালমনিরহাট জেলা ত্রান অফিস জানান, এসব বরাদ্দের টাকা সেতু, কালভাট, হেরিংবন্ড, ইজিপিপি ও বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানে ব্যয় ধরা হলেও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যানদের সাথে যোগসাজশ করে। সরকারী বরাদ্দে প্রায় ৫০কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাট জেলা ত্রান অফিস আরোও জানান, লালমনিরহাট সদর উপজেলায় খাদ্যশস্যসহ ৬শত ৬৪টি প্রকল্পের সরকারী বরাদ্দ ২৩কোটি ৩৯লক্ষ ৮হাজার ২৭টাকা ৬৫পয়সা। আদিতমারী উপজেলায় খাদ্যশস্যসহ ৪শত ৬৮টি প্রকল্পের সরকারী বরাদ্দ ১৪কোটি ৯লক্ষ ৫৭হাজার ৮শত ৪১টাকা ৫৬পয়সা। কালীগঞ্জ উপজেলায় খাদ্যশস্যসহ ৬কোটি ৬০লক্ষ ৪৩হাজার ১শত ২৭টাকা ৮৪পয়সা। হাতীবান্ধা উপজেলায় খাদ্যশস্যসহ ৩শত ৯০টি প্রকল্পে ১০কোটি ৭৬লক্ষ ৪০হাজার ৫শত ৯৭টাকা ১১পয়সা বরাদ্দ এবং অপরদিকে পাটগ্রাম উপজেলায় খাদ্যশস্যসহ ৪শত ৮৩টি প্রকল্পে ৯কোটি ১৪লক্ষ১৮হাজার ৩শত ৯২টাকা ০৩পয়সা বরাদ্দে কাজ করা হয়েছে। এসব প্রকল্পের অধিকাংশের অস্তিত্ব খুৃৃঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

সরকারী এসব বরাদ্দের বিশাল অংকের টাকা দিয়ে সঠিক ভাবে কাজ না করে লুটপাটের ঘটনায় লালমনিরহাটের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ইতোমধ্যেই পাঠিয়েছেন বলে তিনি জানান।

আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাষ্টাররোলে কর্মরত পিয়ন আফিয়ার রহমান জিরো থেকে হিরো হয়ে তিনি বাড়ী গাড়িসহ লক্ষ লক্ষ টাকার মালিক বনে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

অভিযোগকারী জানান, দুদক এ ঘটনায় ১৫ দিনের মধ্যে ব্যবস্হা গ্রহন না করলে তিনি এসব রাষ্ট্রীয় টাকা উদ্ধারে হাইকোর্টে আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার অত্যাধুনিক বাস নির্মাণ করে চমকে দিল আফগানিস্তান

পর্ব-(১) লালমনিরহাটে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ২৫৩৪টি প্রকল্পের বরাদ্দ ৮০কোটি টাকা, ৫০কোটি টাকা লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

লালমনিরহাটের ৫ উপজেলায় ২হাজার ৫শত ৩৪টি প্রকল্পের প্রায় ৮০কোটি টাকার মধ্যে ৩০কোটি টাকার কাজ করা হয়েছে। এ সরকারী বরাদ্দের প্রায় ৫০কোটি টাকার কাজ না করেই কাজের নামে ভূয়া ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী এ বিশাল অংকের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় এসব কাজ গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ শেষ করা হয়েছে।

লালমনিরহাট জেলা ত্রান অফিস জানান, এসব বরাদ্দের টাকা সেতু, কালভাট, হেরিংবন্ড, ইজিপিপি ও বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানে ব্যয় ধরা হলেও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যানদের সাথে যোগসাজশ করে। সরকারী বরাদ্দে প্রায় ৫০কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাট জেলা ত্রান অফিস আরোও জানান, লালমনিরহাট সদর উপজেলায় খাদ্যশস্যসহ ৬শত ৬৪টি প্রকল্পের সরকারী বরাদ্দ ২৩কোটি ৩৯লক্ষ ৮হাজার ২৭টাকা ৬৫পয়সা। আদিতমারী উপজেলায় খাদ্যশস্যসহ ৪শত ৬৮টি প্রকল্পের সরকারী বরাদ্দ ১৪কোটি ৯লক্ষ ৫৭হাজার ৮শত ৪১টাকা ৫৬পয়সা। কালীগঞ্জ উপজেলায় খাদ্যশস্যসহ ৬কোটি ৬০লক্ষ ৪৩হাজার ১শত ২৭টাকা ৮৪পয়সা। হাতীবান্ধা উপজেলায় খাদ্যশস্যসহ ৩শত ৯০টি প্রকল্পে ১০কোটি ৭৬লক্ষ ৪০হাজার ৫শত ৯৭টাকা ১১পয়সা বরাদ্দ এবং অপরদিকে পাটগ্রাম উপজেলায় খাদ্যশস্যসহ ৪শত ৮৩টি প্রকল্পে ৯কোটি ১৪লক্ষ১৮হাজার ৩শত ৯২টাকা ০৩পয়সা বরাদ্দে কাজ করা হয়েছে। এসব প্রকল্পের অধিকাংশের অস্তিত্ব খুৃৃঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

সরকারী এসব বরাদ্দের বিশাল অংকের টাকা দিয়ে সঠিক ভাবে কাজ না করে লুটপাটের ঘটনায় লালমনিরহাটের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ইতোমধ্যেই পাঠিয়েছেন বলে তিনি জানান।

আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাষ্টাররোলে কর্মরত পিয়ন আফিয়ার রহমান জিরো থেকে হিরো হয়ে তিনি বাড়ী গাড়িসহ লক্ষ লক্ষ টাকার মালিক বনে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

অভিযোগকারী জানান, দুদক এ ঘটনায় ১৫ দিনের মধ্যে ব্যবস্হা গ্রহন না করলে তিনি এসব রাষ্ট্রীয় টাকা উদ্ধারে হাইকোর্টে আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করেন তারা।