ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পুরো ঘটনাটাই ঘটেছিল উদ্দেশ্য প্রনিত ধুম্রজালে দখল-চাঁদাবাজি-ইজারায় হাত বদল: হেমায়েতপুর-আমিনবাজারে ‘নতুন সম্রাট’ মুশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা পানিতে ডুবে প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য: পঙ্কজ বড়ুয়া চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

রূপগঞ্জে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও, ৩ বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় ২টি চাপাতি ও কয়েকটি আইডি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার বিকালে ৩টি বোমা উদ্ধারের তথ্য জানা যায়। এর মধ্যে একটি বোমা বাড়ির অভ্যন্তরে ও বাকি দুটি পাশের মাঠে মাটি খুঁড়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে অ্যান্টি টেররিজম ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম।

এর আগে সকাল ১০টা থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের বাড়িটি ঘিরে রাখেন এটিইউর সদস্যরা। দুপুর ২টায় ভবনের ভেতরে তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী অভিযান চলে ওই ভবনে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম যুগান্তরকে বলেন, গত মাসের ৮ ও ৯ তারিখে আমরা নেত্রকোনায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ভিত্তিতে সোমবার আমরা কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার থেকে আমাদের সদস্যরা রূপগঞ্জে কাজ করছিল। এখানে একাধিক সদস্য থাকতে পারে।

তিনি আরও বলেন, সকাল ১০টায় আমরা এই বাড়িটিকে চিহ্নিত করি। ওদের কাছে কিছু ম্যাটারিয়েলস থাকার কথা আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক। সে বোমা সম্পর্কে এক্সপার্ট বলে আমরা জেনেছি। তাই আমরা সতর্ক ভাবে অভিযানটি পরিচালনা করছি। চারতলা বাড়িটিতে অভিযান চালিয়ে তৃতীয় তলা থেকে আমরা ৩টি শক্তিশালী বোম ও আইটি সরঞ্জাম ও চাপাতি উদ্ধার করেছি। পরে এগুলো আমরা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করি। আমাদের অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব তদন্তের মাধ্যমে শুরু হবে। তবে অভিযানের টের পেয়ে এখানে যারা থাকতেন আগেই তারা পালিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

একই ভবনের নিচ তলায় ভাড়া থাকা সুন্নত মিয়া জানান, দুই শিশুসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে ৩য় তলায় থাকছিলেন। কয়দিন ধরে তাদের দেখতে পাচ্ছেন না তারা। সেই স্বামী স্ত্রী জানিয়েছিল তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করেন।

স্থানীয়রা জানান, চারতলা বাড়িটি জাকির নামে এক সৌদি আরব প্রবাসীর। জঙ্গিরা বাড়িটির তৃতীয় তলায় পূর্ব দিকে দুইটি রুম নিয়ে থাকত। যেখানে দুইজন পুরুষ বসবাস করত। গত কয়েক মাস আগে একজন ৪০ বছর বয়সি পুরুষ ও একজন নারীর সঙ্গে ৫ বছর বয়সি ছেলে ও ৬ মাসের একটি মেয়ে এসে বসবাস শুরু করেন। তবে তাদের নাম পরিচয় ও নাম ঠিকানা কেউ জানতো না। তাদের বাড়িতে প্রায় সময়ই অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। এ নিয়ে প্রতিবেশীদের মাঝে বিভিন্ন কানাঘুষা চলতো। যদি কেউ তাদের পূর্ণ নাম ঠিকানা চাইতো তারা তাদের উত্তর ছিল আমাদের বাসা বাংলাদেশ।

এদিকে জঙ্গি সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর চারতলা বিশিষ্ট বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে আশপাশে স্থানীয় লোকজন অভিযান দেখতে ভিড় জমান। জঙ্গি আস্তানার খবরে স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন, জঙ্গি সন্দেহে অভিযান ও বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা

রূপগঞ্জে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও, ৩ বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয়

আপডেট সময় ১১:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় ২টি চাপাতি ও কয়েকটি আইডি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার বিকালে ৩টি বোমা উদ্ধারের তথ্য জানা যায়। এর মধ্যে একটি বোমা বাড়ির অভ্যন্তরে ও বাকি দুটি পাশের মাঠে মাটি খুঁড়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে অ্যান্টি টেররিজম ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম।

এর আগে সকাল ১০টা থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের বাড়িটি ঘিরে রাখেন এটিইউর সদস্যরা। দুপুর ২টায় ভবনের ভেতরে তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী অভিযান চলে ওই ভবনে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম যুগান্তরকে বলেন, গত মাসের ৮ ও ৯ তারিখে আমরা নেত্রকোনায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ভিত্তিতে সোমবার আমরা কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার থেকে আমাদের সদস্যরা রূপগঞ্জে কাজ করছিল। এখানে একাধিক সদস্য থাকতে পারে।

তিনি আরও বলেন, সকাল ১০টায় আমরা এই বাড়িটিকে চিহ্নিত করি। ওদের কাছে কিছু ম্যাটারিয়েলস থাকার কথা আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক। সে বোমা সম্পর্কে এক্সপার্ট বলে আমরা জেনেছি। তাই আমরা সতর্ক ভাবে অভিযানটি পরিচালনা করছি। চারতলা বাড়িটিতে অভিযান চালিয়ে তৃতীয় তলা থেকে আমরা ৩টি শক্তিশালী বোম ও আইটি সরঞ্জাম ও চাপাতি উদ্ধার করেছি। পরে এগুলো আমরা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করি। আমাদের অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব তদন্তের মাধ্যমে শুরু হবে। তবে অভিযানের টের পেয়ে এখানে যারা থাকতেন আগেই তারা পালিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

একই ভবনের নিচ তলায় ভাড়া থাকা সুন্নত মিয়া জানান, দুই শিশুসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে ৩য় তলায় থাকছিলেন। কয়দিন ধরে তাদের দেখতে পাচ্ছেন না তারা। সেই স্বামী স্ত্রী জানিয়েছিল তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করেন।

স্থানীয়রা জানান, চারতলা বাড়িটি জাকির নামে এক সৌদি আরব প্রবাসীর। জঙ্গিরা বাড়িটির তৃতীয় তলায় পূর্ব দিকে দুইটি রুম নিয়ে থাকত। যেখানে দুইজন পুরুষ বসবাস করত। গত কয়েক মাস আগে একজন ৪০ বছর বয়সি পুরুষ ও একজন নারীর সঙ্গে ৫ বছর বয়সি ছেলে ও ৬ মাসের একটি মেয়ে এসে বসবাস শুরু করেন। তবে তাদের নাম পরিচয় ও নাম ঠিকানা কেউ জানতো না। তাদের বাড়িতে প্রায় সময়ই অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। এ নিয়ে প্রতিবেশীদের মাঝে বিভিন্ন কানাঘুষা চলতো। যদি কেউ তাদের পূর্ণ নাম ঠিকানা চাইতো তারা তাদের উত্তর ছিল আমাদের বাসা বাংলাদেশ।

এদিকে জঙ্গি সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর চারতলা বিশিষ্ট বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে আশপাশে স্থানীয় লোকজন অভিযান দেখতে ভিড় জমান। জঙ্গি আস্তানার খবরে স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন, জঙ্গি সন্দেহে অভিযান ও বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।