ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লা-৬ সদর আসনের ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ সদর আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি বাজার এলাকা, পাড়া ও মহলার ওলিগলিতে পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে। ভোট চাইতে পাড়া-মহল্লা, অলিতে গলিতে ছুটছেন প্রার্থী ও তাদের কর্মীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে ধারে গুরছেন তারা।

কুমিল্লা-৬ সদর আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী কুমিল্লা জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি নগরীর বজ্রপুর, রাজগঞ্জ বাজার, ছাতিপট্টি, গোয়ালপট্টি, কাপড়িয়াপট্টি ও চকবাজার সহ বিভিন্ন স্থানে কুশল বিনিময়ের পাশাপাশি নাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।

এয়ার আহমেদ সেলিম সাংবাদিকদের বলেন, কুমিল্লায় ১৯৭১ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি। আমি সুখে দুখে কুমিল্লার মানুষের পাশে ছিলাম। জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পান, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি জয়যুক্ত হলে কুমিল্লার পুরাতন বিমান বন্দরটিকে আবার সচল করব। জলাবদ্ধতা এবং যানজট কুমিল্লার ভয়াবহ ও দীর্ঘদিনের সমস্যা, প্রত্যেকটি এলাকার জনগনকে সম্পৃক্ত করে এ সমস্যা গুলো নিরসন করব।কুমিল্লাকে একটি আধুনিক শহরে পরিণত করব। লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন, ঈগল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম, একতারা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আব্দুল মজিদ, গোলাপ ফুল প্রতীক নিয়ে লড়ছেন জাকের পার্টির মো: আবুল হোসেন মজুমদার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন

কুমিল্লা-৬ সদর আসনের ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম

আপডেট সময় ১১:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ সদর আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি বাজার এলাকা, পাড়া ও মহলার ওলিগলিতে পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে। ভোট চাইতে পাড়া-মহল্লা, অলিতে গলিতে ছুটছেন প্রার্থী ও তাদের কর্মীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে ধারে গুরছেন তারা।

কুমিল্লা-৬ সদর আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী কুমিল্লা জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি নগরীর বজ্রপুর, রাজগঞ্জ বাজার, ছাতিপট্টি, গোয়ালপট্টি, কাপড়িয়াপট্টি ও চকবাজার সহ বিভিন্ন স্থানে কুশল বিনিময়ের পাশাপাশি নাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।

এয়ার আহমেদ সেলিম সাংবাদিকদের বলেন, কুমিল্লায় ১৯৭১ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি। আমি সুখে দুখে কুমিল্লার মানুষের পাশে ছিলাম। জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পান, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি জয়যুক্ত হলে কুমিল্লার পুরাতন বিমান বন্দরটিকে আবার সচল করব। জলাবদ্ধতা এবং যানজট কুমিল্লার ভয়াবহ ও দীর্ঘদিনের সমস্যা, প্রত্যেকটি এলাকার জনগনকে সম্পৃক্ত করে এ সমস্যা গুলো নিরসন করব।কুমিল্লাকে একটি আধুনিক শহরে পরিণত করব। লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন, ঈগল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম, একতারা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আব্দুল মজিদ, গোলাপ ফুল প্রতীক নিয়ে লড়ছেন জাকের পার্টির মো: আবুল হোসেন মজুমদার।