ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি দ্বীনের বিজয়ের জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই: আ.ন.ম শামসুল ইসলাম ইমামকে মাদ্রাসা থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী ৩৯৮ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাট থেকে শীর্ষ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি ভোলার -বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বোরহানউ‌দ্দি‌নে মৃত ও অবসর প্রাপ্ত মাধ‌্যমিক শিক্ষক‌দের মা‌ঝে বি‌শেষ অনুদান প্রদান । চন্দনাইশে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করায় শোকরানা সভা ও খাবার বিতরণ নাঙ্গলকোটে ভু’য়া দাঁতের ডাক্তারসহ ফার্মেসির স্বত্বাধিকারীরা অনৈতিক কাজে আটক

সিঙ্গাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

দৈনিক গণকণ্ঠ ও আইপি টিভি ৭১ বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল কালাম আজাদ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে সোমবার (৬ নভেম্বর) সন্ধায় পৌর শহরের রিয়াজ ম্যানশনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করে।

সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সিঙ্গাইর শার আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক এফ, এম ফজলুল হক।

সদস্য সচিব সুজন মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলা টিভির সাংবাদিক রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, দৈনিক বাংলাদেশ খবরের সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ সায়েম, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, হামলার শিকার দৈনিক গণকণ্ঠ ও আইপি টিভি ৭১ বাংলার সাংবাদিক আবুল কালাম আজাদ (বিপ্লব) ও দৈনিক বসুন্ধারার মুস্তাফিজুর রহমান মুকুল।

বক্তারা বলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। হামলাকারী রাজিব ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সন্ত্রাসী হামলার বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় দৈনিক আমাদের মাতৃভূমির শেখ আব্দুর রশিদ, দৈনিক ভোরের বাণীর মামুন হোসাইন, জেটিভির আব্দুল গফুর, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, দৈনিক প্রলয়ের আমিনুর রহমান, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, দৈনিক স্বদেশ বিচিত্রার ছানোয়ার হোসেন ও পিটিভির জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে স্থানীয় সন্ত্রাসী রাজিব ও তার লোকজন। এসময় বিপ্লবের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় রাজিবসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন সাংবাদিক আবুল কালাম আজাদ। মামলার অন্য আসামীরা হলো-প্রধান আসামী রাজিবের ছোট ভাই ইমন, সুদক্ষিরা গ্রামের মৃত কুদ্দুসের ছেলে ইব্রাহিম খলিল, তার ছেলে দিপু ও একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া। এদের মধ্যে ইব্রাহিম খলিল ও বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় থানা পুলিশ। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলজাজতে পাঠানোর আদেশ দেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

সিঙ্গাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

আপডেট সময় ০৬:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

দৈনিক গণকণ্ঠ ও আইপি টিভি ৭১ বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল কালাম আজাদ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে সোমবার (৬ নভেম্বর) সন্ধায় পৌর শহরের রিয়াজ ম্যানশনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করে।

সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সিঙ্গাইর শার আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক এফ, এম ফজলুল হক।

সদস্য সচিব সুজন মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলা টিভির সাংবাদিক রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, দৈনিক বাংলাদেশ খবরের সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ সায়েম, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, হামলার শিকার দৈনিক গণকণ্ঠ ও আইপি টিভি ৭১ বাংলার সাংবাদিক আবুল কালাম আজাদ (বিপ্লব) ও দৈনিক বসুন্ধারার মুস্তাফিজুর রহমান মুকুল।

বক্তারা বলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। হামলাকারী রাজিব ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সন্ত্রাসী হামলার বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় দৈনিক আমাদের মাতৃভূমির শেখ আব্দুর রশিদ, দৈনিক ভোরের বাণীর মামুন হোসাইন, জেটিভির আব্দুল গফুর, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, দৈনিক প্রলয়ের আমিনুর রহমান, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, দৈনিক স্বদেশ বিচিত্রার ছানোয়ার হোসেন ও পিটিভির জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে স্থানীয় সন্ত্রাসী রাজিব ও তার লোকজন। এসময় বিপ্লবের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় রাজিবসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন সাংবাদিক আবুল কালাম আজাদ। মামলার অন্য আসামীরা হলো-প্রধান আসামী রাজিবের ছোট ভাই ইমন, সুদক্ষিরা গ্রামের মৃত কুদ্দুসের ছেলে ইব্রাহিম খলিল, তার ছেলে দিপু ও একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া। এদের মধ্যে ইব্রাহিম খলিল ও বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় থানা পুলিশ। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলজাজতে পাঠানোর আদেশ দেন।