ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি দ্বীনের বিজয়ের জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই: আ.ন.ম শামসুল ইসলাম ইমামকে মাদ্রাসা থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী ৩৯৮ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাট থেকে শীর্ষ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি ভোলার -বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বোরহানউ‌দ্দি‌নে মৃত ও অবসর প্রাপ্ত মাধ‌্যমিক শিক্ষক‌দের মা‌ঝে বি‌শেষ অনুদান প্রদান । চন্দনাইশে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করায় শোকরানা সভা ও খাবার বিতরণ নাঙ্গলকোটে ভু’য়া দাঁতের ডাক্তারসহ ফার্মেসির স্বত্বাধিকারীরা অনৈতিক কাজে আটক

রাজশাহীতে পদ্মা ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণের ক্ষমতা কমেছে

রাজশাহী বিভাগে পদ্মা নদীর পরিবর্তনের কারণে এলাকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে প্রবাহ হ্রাসের ফলে একদিকে যেমন মরুকরণের প্রভাব প্রতীয়মান হচ্ছে, অপরদিকে সৃষ্ট চরের কারণে নদীর পানি ধারণক্ষমতা কমে গেছে। ফলে বর্ষাকালে নদীর তীরে ভাঙন ভয়াবহ হচ্ছে।

বৃহস্পতিবার রাজশাহী ও নাটোরের ওপর দিয়ে প্রবাহিত পদ্মা এবং চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময়-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা থেকে পদ্মা ও মহানন্দায় বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প উপস্থাপন করা হয়।

নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কর্মশালায় আইডব্লিওএম কর্তৃক ম্যাথমেটিক্যাল মডেলিং কম্পোনেটের ওপর উপস্থাপনা ও সিআইজিএস কর্তৃক এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল স্টাডি উপস্থাপনা করা হয়।

এতে বলা হয়- পদ্মা নদীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত প্রায় ৩ দশমিক ৩৭ কিমি। নদী ভাঙনের কবল থেকে এসব এলাকা রক্ষার্থে ইতোমধ্যে ২৭ দশমিক ৭ কিমি দৈর্ঘ্যে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবায়নাধীন আছে। বাবুপুরা হতে ইন্দো-বাংলা পর্যন্ত অরক্ষিত অবশিষ্ট ১১ কিমি সীমান্তবর্তী এলাকা ব্যাপকভাবে নদী ভাঙনকবলিত হচ্ছে। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদী প্রতি বছরই বিভিন্ন স্থানে নদী ভাঙনের সম্মুখীন হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদী ও পদ্মা নদীর বাম তীর প্রতিরক্ষা এবং পদ্মা নদী বরাবর বিদ্যমান তীর প্রতিরক্ষা কাজ পুনর্বাসন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলার পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক একটি বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প প্রণয়ন করা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয় সমীক্ষা প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন প্রদান করে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ কোটি ৮১ লাখ টাকা। ইতোমধ্যে ম্যাথমেটিক্যাল মডেলিং এবং পরিবেশগত ও সামাজিক সমীক্ষার মাধ্যমে প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে।

বাপাউবো উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ, পাউবোর মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম, পাউবো পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাউবোর প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) বিদ্যুৎ কুমার শাহা।

কর্মশালায় জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

রাজশাহীতে পদ্মা ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণের ক্ষমতা কমেছে

আপডেট সময় ১২:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

রাজশাহী বিভাগে পদ্মা নদীর পরিবর্তনের কারণে এলাকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে প্রবাহ হ্রাসের ফলে একদিকে যেমন মরুকরণের প্রভাব প্রতীয়মান হচ্ছে, অপরদিকে সৃষ্ট চরের কারণে নদীর পানি ধারণক্ষমতা কমে গেছে। ফলে বর্ষাকালে নদীর তীরে ভাঙন ভয়াবহ হচ্ছে।

বৃহস্পতিবার রাজশাহী ও নাটোরের ওপর দিয়ে প্রবাহিত পদ্মা এবং চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময়-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা থেকে পদ্মা ও মহানন্দায় বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প উপস্থাপন করা হয়।

নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কর্মশালায় আইডব্লিওএম কর্তৃক ম্যাথমেটিক্যাল মডেলিং কম্পোনেটের ওপর উপস্থাপনা ও সিআইজিএস কর্তৃক এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল স্টাডি উপস্থাপনা করা হয়।

এতে বলা হয়- পদ্মা নদীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত প্রায় ৩ দশমিক ৩৭ কিমি। নদী ভাঙনের কবল থেকে এসব এলাকা রক্ষার্থে ইতোমধ্যে ২৭ দশমিক ৭ কিমি দৈর্ঘ্যে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবায়নাধীন আছে। বাবুপুরা হতে ইন্দো-বাংলা পর্যন্ত অরক্ষিত অবশিষ্ট ১১ কিমি সীমান্তবর্তী এলাকা ব্যাপকভাবে নদী ভাঙনকবলিত হচ্ছে। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদী প্রতি বছরই বিভিন্ন স্থানে নদী ভাঙনের সম্মুখীন হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদী ও পদ্মা নদীর বাম তীর প্রতিরক্ষা এবং পদ্মা নদী বরাবর বিদ্যমান তীর প্রতিরক্ষা কাজ পুনর্বাসন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলার পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক একটি বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প প্রণয়ন করা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয় সমীক্ষা প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন প্রদান করে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ কোটি ৮১ লাখ টাকা। ইতোমধ্যে ম্যাথমেটিক্যাল মডেলিং এবং পরিবেশগত ও সামাজিক সমীক্ষার মাধ্যমে প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে।

বাপাউবো উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ, পাউবোর মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম, পাউবো পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাউবোর প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) বিদ্যুৎ কুমার শাহা।

কর্মশালায় জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।