ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের লিফটের মধ্যে থেকে চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছেন আনসার সদস্যরা।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। এ সময় রোগীর চুরি হয়ে যাওয়া ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক চোরচক্রের ওই দুই সদস্য হলেন— মনির হোসেন (৩৬) ও সেলিম (৪০)। তারা দুজনেই মাদারীপুর জেলার বাসিন্দা।
ভুক্তভোগী জহির খান বলেন, ‘আমার স্ত্রী ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। আমি ১৩ হাজার টাকা নিয়ে নতুন ভবনের লিফট দিয়ে উপরে উঠছিলাম। এ সময় কৌশলে আমার বুক পকেট থেকে ১৩ হাজার টাকা নিয়ে যায় চোরচক্রের এই দুই সদস্য। এরপর লিফটের মধ্যে থেকেই তাদের দুইজনকে আটক করে আনসার সদস্যদের জানানো হয়। পরে আনসার সদস্যরা এই দুই চোরকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১৩ হাজার টাকাই উদ্ধার করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘রোগীর লোকসহ চোরচক্রের দুই সদস্যকে আমাদের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। ওই সময় দুই চোরচক্রের সদস্যদের কাছ থেকে ১৩ হাজার টাকা পাওয়া গেছে। তারা টাকা চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল থেকে রোগীর স্বজন সেজে তারা এই কাজ করত। তাদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায়। পরে তাদের দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’