ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর স্বামী-স্ত্রীর মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট। স্টার কাবাবে বাসি খাবার, প্রতিবাদ করায় রক্তাক্ত গ্রাহক রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩১১ বোতল ফেনসিডিলসহ শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলেজ শিক্ষক জসিমের সিন্ডিকেটের অবৈধ ঔষধ ও চোরাই মোবাইলের রমরমা বাণিজ্য !! বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য : নাহিদ ইসলাম চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে

জাফলংয়ের সাথে যুক্ত হবে সাদা পাথর : ঘোরা যাবে ২৩ টি পর্যটন স্পট।

প্রকৃতি কন্যা সিলেট কারও কাছে “পুন্যভূমি”, কারো কাছে চায়ের দেশ, কারো কাছে আবার দ্বিতীয় লন্ডন। সিলেট মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্বর্গ রাজ্য। দেশের উত্তর-পূর্বের প্রাচীন এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানকার মানুষের আতিথেয়তা বরাবরই মুগ্ধ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা। নদী-পাথর-পাহাড় জলপ্রপাত আর চা-বাগানের কি অপূর্ব সমন্বয়। ওপারে ভারত আর এপারে বাংলাদেশের লালাখাল, লোভাছড়া-জাফলং কিংবা বিছনাকান্দি অথবা পাথুরে রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর। এমন পর্যটন স্পট দেশের আর কোথাও পাবেন না।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারি বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্রের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। সারা বছরই দল বেঁধে ঘুরে বেড়ানো পর্যটকের অভাব হয় না। কিন্তু সিলেটের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় সময়পোযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন না থাকায় পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি। সম্প্রতি সিলেটের পর্যটন শিল্পকে আকর্ষণীয় এবং নান্দনিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসাবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। সিলেট-সাদাপাথর-জাফলং একটি মহাসড়ক করতে চাচ্ছে সরকার। এ সড়ক স্থাপন করা হলে বদলে যাবে সিলেটের পর্যটনচিত্র। পর্যটকরা সিলেটে এসে এই সড়ক ব্যবহার করে একসঙ্গে দুই দিনে ঘুরতে পারবেন ২৩টি পর্যটন স্পট।

এছাড়া সড়কটি নির্মাণ করা গেলে সিলেটের অর্থনীতির পালেও লাগবে উন্নয়নের হাওয়া।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদের নির্দেশনার আলোকে গত বছর গোয়াইনঘাট উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিস থেকে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হয়। সিলেটের পর্যটনখাতের উন্নয়ন বিবেচনায় প্রস্তাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত একটি মহাসড়ক তৈরির দাবি উত্থাপন করা হয়। পরে এ বছরের অনুষ্ঠিত ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরেন সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এরপরই সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত মহাসড়ক নির্মাণ হরে এ অঞ্চলের মানুষের বিপুল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এ অঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ। হোটেল- মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্টসহ নানা পর্যটন স্থাপনা গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের।কমবে প্রাকৃতিক বিপর্যয়, ফসল হানি, বাড়বে কৃষি উৎপাদন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সিলেটের পর্যটন ব্যবস্থাপনাকে সুন্দর করে গড়ে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের আওতায় জাফলং থেকে কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যন্ত একটি সড়ক নির্মাণে সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সড়কটি বাস্তবায়িত হলে এক সড়কে ২ দিনে ২৩টি স্পট ঘুরে দেখতে পারবেন পর্যটক দর্শনার্থীরা এবং এটি হবে সিলেট সংসদীয়-৪ আসনের জন্য একটি বিশাল অর্জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

জাফলংয়ের সাথে যুক্ত হবে সাদা পাথর : ঘোরা যাবে ২৩ টি পর্যটন স্পট।

আপডেট সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

প্রকৃতি কন্যা সিলেট কারও কাছে “পুন্যভূমি”, কারো কাছে চায়ের দেশ, কারো কাছে আবার দ্বিতীয় লন্ডন। সিলেট মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্বর্গ রাজ্য। দেশের উত্তর-পূর্বের প্রাচীন এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানকার মানুষের আতিথেয়তা বরাবরই মুগ্ধ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা। নদী-পাথর-পাহাড় জলপ্রপাত আর চা-বাগানের কি অপূর্ব সমন্বয়। ওপারে ভারত আর এপারে বাংলাদেশের লালাখাল, লোভাছড়া-জাফলং কিংবা বিছনাকান্দি অথবা পাথুরে রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর। এমন পর্যটন স্পট দেশের আর কোথাও পাবেন না।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারি বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্রের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। সারা বছরই দল বেঁধে ঘুরে বেড়ানো পর্যটকের অভাব হয় না। কিন্তু সিলেটের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় সময়পোযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন না থাকায় পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি। সম্প্রতি সিলেটের পর্যটন শিল্পকে আকর্ষণীয় এবং নান্দনিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসাবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। সিলেট-সাদাপাথর-জাফলং একটি মহাসড়ক করতে চাচ্ছে সরকার। এ সড়ক স্থাপন করা হলে বদলে যাবে সিলেটের পর্যটনচিত্র। পর্যটকরা সিলেটে এসে এই সড়ক ব্যবহার করে একসঙ্গে দুই দিনে ঘুরতে পারবেন ২৩টি পর্যটন স্পট।

এছাড়া সড়কটি নির্মাণ করা গেলে সিলেটের অর্থনীতির পালেও লাগবে উন্নয়নের হাওয়া।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদের নির্দেশনার আলোকে গত বছর গোয়াইনঘাট উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিস থেকে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হয়। সিলেটের পর্যটনখাতের উন্নয়ন বিবেচনায় প্রস্তাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত একটি মহাসড়ক তৈরির দাবি উত্থাপন করা হয়। পরে এ বছরের অনুষ্ঠিত ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরেন সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এরপরই সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর হয়ে জাফলং পর্যন্ত মহাসড়ক নির্মাণ হরে এ অঞ্চলের মানুষের বিপুল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এ অঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ। হোটেল- মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্টসহ নানা পর্যটন স্থাপনা গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের।কমবে প্রাকৃতিক বিপর্যয়, ফসল হানি, বাড়বে কৃষি উৎপাদন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সিলেটের পর্যটন ব্যবস্থাপনাকে সুন্দর করে গড়ে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের আওতায় জাফলং থেকে কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যন্ত একটি সড়ক নির্মাণে সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সড়কটি বাস্তবায়িত হলে এক সড়কে ২ দিনে ২৩টি স্পট ঘুরে দেখতে পারবেন পর্যটক দর্শনার্থীরা এবং এটি হবে সিলেট সংসদীয়-৪ আসনের জন্য একটি বিশাল অর্জন।