চলতি বছরের জানুয়ারি মাস থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ে (১০ মাসে) ৭৩ লাখ ৫০ হাজার পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। করোনার বিধিনিষেধ সহজ করায় পর্যটক বাড়ছে বলে জানিয়েছে দেশটির পর্যটক কর্তৃপক্ষ।
সবশেষ তথ্য তুলে ধরে কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে থাইল্যান্ডে সবচেয়ে বেশি ১২ লাখ ৫০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন মালয়েশিয়া থেকে। ৬ লাখ ৬১ হাজার ৭৫১ জন পর্যটক ভ্রমণ করেছেন ভারত থেকে। লাওস থেকে ভ্রমণ করা পর্যটকের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৭৮৯ জন। কম্বোডিয়া থেকে চতুর্থ সর্বোচ্চ ৩ লাখ ৭৩ হাজার ৮১১ জন পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। শীর্ষ পাঁচে থাকা অবশিষ্ট দেশটি হলো সিঙ্গাপুর। দেশটির পর্যটকের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৫৯৩ জন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি অনেকটা পর্যটন নির্ভরশীল। থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় আশা করছে চলতি বছর শেষে দেশে পর্যটক আসার সংখ্যা ১ কোটি ৩ লাখ ছাড়াবে, ২০২৩ সালে সে সংখ্যা হবে ২ কোটি ১৫ লাখের বেশি।
যদিও করোনার বিধিনিষেধের কারণে গত বছর মাত্র ৪ লাখ ২৮ হাজার পর্যটক থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পান। তবে করোনা মহামারির আগে ২০১৯ সালে ৪ কোটি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন।